কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পেইড সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আইসিটি প্রতিমন্ত্রীর

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে (সিআইআই) পাইরেটেড সফটওয়্যারের পরিবর্তে আসল বা পেইড সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৮ আগস্ট) দুপুরে আইসিটি টাওয়ারে সিআইআই সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১৫ আগস্ট সাইবার হামলার হুমকি মোকাবিলায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সিআইআই তালিকাভুক্ত সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাইবার হামলার হুমকি এবং সরকার ঘোষিত ২৯টি সিআইআই সমূহের সাইবার নিরাপত্তার সার্বিক বিষয়াদি পর্যালোচনা ও বিগত ২৪ জুলাই সবশেষ অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে বিদ্যমান ‘ব্যাকডোরে’র মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে। এ জন্য অর্থ ব্যয় হলেও পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের পরিবর্তে আসল সফটওয়্যার ব্যবহার করতে হবে।

এমন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে আসল বা পেইড সফটওয়্যার ব্যবহারের বিষয়ে উৎসাহ প্রদান করেন পলক।

এ ছাড়াও প্রতিটি মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তায় ল্যাব স্থাপনের তাগিদ দিয়ে আইসিটি বিভাগের পক্ষ থেকে বিশেষ চিঠি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, সভায় সাইবার নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে প্রতিটি সিআইআই প্রতিষ্ঠানে কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট), সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) এবং নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক) গঠনে ন্যূনতম জনবলের পরিমাণ এবং তাদের যোগ্যতার বিষয়টি ইতোমধ্যে প্রত্যেক সিআইআইকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে পাইরেটেড বা ক্র্যাক তথা নকল সফটওয়্যার ব্যবহারের প্রবণতা রয়েছে। এসব নকল সফটওয়্যার ব্যবহারে সাইবার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে বিভিন্ন সময় সতর্ক করে আসছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X