কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পেইড সফটওয়্যার ব্যবহারের নির্দেশ আইসিটি প্রতিমন্ত্রীর

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে (সিআইআই) পাইরেটেড সফটওয়্যারের পরিবর্তে আসল বা পেইড সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৮ আগস্ট) দুপুরে আইসিটি টাওয়ারে সিআইআই সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১৫ আগস্ট সাইবার হামলার হুমকি মোকাবিলায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সিআইআই তালিকাভুক্ত সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাইবার হামলার হুমকি এবং সরকার ঘোষিত ২৯টি সিআইআই সমূহের সাইবার নিরাপত্তার সার্বিক বিষয়াদি পর্যালোচনা ও বিগত ২৪ জুলাই সবশেষ অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে বিদ্যমান ‘ব্যাকডোরে’র মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে। এ জন্য অর্থ ব্যয় হলেও পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহারের পরিবর্তে আসল সফটওয়্যার ব্যবহার করতে হবে।

এমন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে আসল বা পেইড সফটওয়্যার ব্যবহারের বিষয়ে উৎসাহ প্রদান করেন পলক।

এ ছাড়াও প্রতিটি মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তায় ল্যাব স্থাপনের তাগিদ দিয়ে আইসিটি বিভাগের পক্ষ থেকে বিশেষ চিঠি দেওয়ার সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, সভায় সাইবার নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে প্রতিটি সিআইআই প্রতিষ্ঠানে কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট), সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) এবং নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক) গঠনে ন্যূনতম জনবলের পরিমাণ এবং তাদের যোগ্যতার বিষয়টি ইতোমধ্যে প্রত্যেক সিআইআইকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে পাইরেটেড বা ক্র্যাক তথা নকল সফটওয়্যার ব্যবহারের প্রবণতা রয়েছে। এসব নকল সফটওয়্যার ব্যবহারে সাইবার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে বিভিন্ন সময় সতর্ক করে আসছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X