সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
বাসস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১০ এএম
অনলাইন সংস্করণ

হেলমেটে হাত বুলালে মনে হয়, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি : শহীদ রমিজের মা

শহীদ রমিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
শহীদ রমিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

এই হেলমেটে আমার ছেলের মাথার গন্ধ আছে। এটাতে হাত বুলানোর সময় মনে হয়, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এমন কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কারাওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় পুলিশের গুলিতে শহীদ রমিজ উদ্দিন আহমদের মা রাবেয়া সুলতানা।

রাবেয়া সুলতানা আঁচল দিয়ে টি-টেবিলে থাকা হেলমেট মুছতে মুছতে বলেন, ‘এটি আমার ছেলের। এই হেলমেটে ছেলের মাথার গন্ধ আছে। এটাতে হাত বুলানোর সময় মনে হয়, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।’

দেয়ালে ছেলের ছবি পরম আদরে মুছতে মুছতে তিনি বলেন, ছেলে কি আর ফিরবে না? চলেই গেল! আন্দোলনে যাওয়ার সময় একটুও বাধা দিইনি ওকে। কেন বাধা দিলাম না, জানি না। বন্ধু প্রান্তকে নিয়ে যাওয়ার সময় শুধু বলল, আম্মু, আমরা আন্দোলনে যাচ্ছি। সেই যে গেল, আর জীবিত ফিরে এলো না।

শহিদ রমিজ উদ্দিন আহমদ (২১) ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। রমিজ উদ্দিন ২০০৩ সালের ২৪ মে জন্ম গ্রহণ করেন। দুই ভাইয়ের মধ্যে রমিজ ছিলেন ছোট। বড় ছেলে রেদওয়ান আহম্মেদ রঙ্গন (২২) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

রমিজের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ আগে ব্যবসা করতেন। গত কয়েক মাস হল তা বন্ধ।

শহীদ রমিজের পিতা রকিবুল আহম্মেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশজুড়ে তখন শেখ হাসিনার সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে। ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে রাজধানীর রাস্তায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ।

তিনি জানান, বাসা থেকে ৪ আগস্ট দুপুর ১২টার দিকে বন্ধু শফিকুল ইসলাম প্রান্তকে নিয়ে আন্দোলনে যোগ দিতে বেরিয়েছিলেন রমিজ উদ্দিন। যাওয়ার সময় মা রাবেয়া সুলতানাকে বলেছিলেন, আম্মু, আমরা আন্দোলনে যাচ্ছি। ছেলেকে বাধা না দিলেও অজানা আশঙ্কায় ঠিকই কাঁপছিল মায়ের বুক।

বিকেলে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতার খবর শুনে ওর মা ছেলেকে ফোনও করেছিলো জানিয়ে রকিবুল আহম্মেদ বলেন, রমিজ বলেছিল, গণ্ডগোল চলছে, পরে কথা বলছি। কিন্তু কে জানত, সেটাই হবে মায়ের সঙ্গে তার শেষ কথা! বিকেলে কারওয়ান বাজারে পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের সময় মেট্রোরেল স্টেশনের নিচে ডান চোখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রমিজ।

ছাত্র-জনতার বিজয়ে পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। চারদিকে এখন তরুণদের মধ্যে নতুন দেশ গড়ার প্রত্যয়। কিন্তু এত কিছুর মধ্যেও রমিজের অভাব এখনও ভুলতে পারছেন না মা ও বাবা। মোবাইল ফোনে থাকা ছেলের ছবি আর বিভিন্ন স্মৃতি আঁকড়ে এখনও কাঁদছেন তিনি। ঘরের দেয়ালে থাকা ছবির সামনে দাঁড়িয়ে প্রায়ই বিড়বিড় করে কথা বলেন ছেলের সঙ্গে।

সম্প্রতি বারোইখালি রমিজদের বাসায় গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। দরজা খুলে দেন রমিজের বন্ধু প্রান্ত। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, রমিজ ও প্রান্ত ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠেছে। প্রান্ত থাকেও রমিজদের বাসায়। রমিজের মাকে সে ‘মা’ বলেই ডাকে।

বন্ধুর স্মৃতি চারণ করতে গিয়ে কান্না শুরু করে প্রান্ত। দীর্ঘ সময় কোন কথা বলতে পারে না। কিছু সময় পরে জানায়, ৪ আগস্ট রূপ, আকাশ, মাহিনসহ তারা চার বন্ধু একসঙ্গে আন্দোলনে গিয়েছিলেন। তিন বন্ধু বেঁচে ফিরলেও বুলেট বাঁচতে দেয়নি রমিজকে। এটা এখনও কুরে কুরে খাচ্ছে ওর বন্ধুদের।

তিনি বলেন, রমিজের গুলি লাগে ৫ টা ১৯ মিনিটে। এর আগে পুলিশ আন্দোলনকারিদের লক্ষ্য করে গুলি করতে শুরু করলে আমরাই সবাই যে যার মত করে দৌঁড় দেই। পরে ৫ টা ১৬ মিনিটে তার সাথে কথা বলে আমরা দেখা করি এবং এক সাথে পানি খাই। পানি খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই ওর চোখে গুলি লাগে এবং মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে পদ্মা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ৬ টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়া ৪ আগস্ট রাতেই আজিমপুর কবরস্থানে রমিজের লাশ দাফন করা হয়।

রমিজের পিতা রকিবুল আহম্মেদ জানান, মৃত্যুর আগের দিন (৩ আগস্ট) সন্ধ্যায় বাইরে থেকে ঘুরে এসে রমিজ হেলমেটটি ওই টেবিলে রেখেছিলেন। এটিতে এখন কাউকে হাত দিতে দেন না তার মা। সরাতেও দেন না।

তিনি বলেন, আমাদের দুই ছেলের মধ্যে রমিজ ছিল ছোট। বড় ছেলে রেদওয়ান আহম্মেদ রঙ্গন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তবে দুই ভাইয়ের মধ্যে খুব মিল ছিল। তিনি বাসায় না থাকলে রমিজ বড় ভাইয়ের গোসল-খাওয়ানো থেকে শুরু করে সব কাজ করত। মোটরসাইকেল রমিজের খুব পছন্দ ছিল। আগামী মাসেই নতুন একটি বাইক কেনার কথা ছিল ওর।

রমিজের বন্ধু প্রান্ত জানান, আমার হাতের ওপরই মৃত্যু হয়েছে রমিজের। ঘটনার দিন একটি ফেসবুক গ্রুপে রমিজ অন্য বন্ধুদের আহ্বান জানিয়েছিল শাহবাগে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। তবে গ্রুপের অন্যরা জানান, রাস্তার পরিস্থিতি ভালো না। একসঙ্গে লালবাগ থেকে গেলে রাস্তায় পুলিশ আটকাতে পারে। বরং যে যার মতো শাহবাগে যেতে হবে। এর পরই রমিজ, প্রান্ত, মাহিন ও আকাশ হেঁটে শাহবাগে গিয়ে আন্দোলনে যোগ দেন।

তিনি বলেন, দুপুরে শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি বড় মিছিল বাংলামটর হয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল। রমিজসহ তারা চার বন্ধু মিছিলের প্রথম দিকেই ছিলেন। বিকেল ৪টার দিকে ফার্মগেটে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায়। গুলি ছোঁড়া হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে। পরে শিক্ষার্থীরা পিছু হটে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন। গুলি লেগে ওর ডান চোখের মনি বের হয়ে গিয়েছিল। ওকে ধরাধরি করে নিয়ে যাই কাঁঠালবাগানের পদ্মা হাসপাতালে। এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হাসপাতালের সামনে অবস্থান নেয়। কিন্তু হাসপাতালের স্টাফরা আমাদের তিন তলার একটি কক্ষে লুকিয়ে থাকতে বলেন। প্রায় ১০ মিনিট ঘরে আটকা ছিলাম। পরে রমিজের লাশ নিয়ে যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বন্ধুর স্মৃতিচারণ করতে করতে প্রান্তও কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘রমিজ আমার শুধু বন্ধু না, ভাই। ভাইকে বাঁচাতে পারলাম না। ওর স্মৃতি ভুলতে পারছি না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট রাজধানীর কারাওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় পুলিশের গুলিতে শহিদ হন শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২২৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা করে রমিজের বাবা রকিবুল আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১০

নৌপথে চাঁদাবাজি, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১১

ইউএনও’র বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

১২

নকল ওষুধ ও প্রসাধনী কারখানায় অভিযান, এক জনের কারাদণ্ড

১৩

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

১৪

সুখবর পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

১৫

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়

১৭

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

১৮

সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ, চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নৌবাহিনী

১৯

এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

২০
X