কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এ ছাড়াও আগামীকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে।

গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ইদানীং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এ কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা আসো, দেখো কী হচ্ছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্যও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি। কারণ, আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ অপতথ্যের বিরুদ্ধে প্রচারাভিযানে নামতে হবে।

এর আগে গত ২৭ নভেম্বর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও ড. ইউনূস জাতীয় ঐক্যের কথা বলেছেন।

ওইদিনের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘ছাত্র-জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার প্রতি’ জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সরকারপ্রধান। তিনি আরও বলেন, মিটিংয়ের মূল মেসেজ হচ্ছে, আমাদের নিয়ে… একটা ক্যাম্পেইন হচ্ছে, অপপ্রচার হচ্ছে। সে বিষয়ে মিটিংয়ে বিএনপির তরফ থেকেও একটা ন্যাশনাল ইউনিটির কথা বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন।

এদিকে প্রধান উপদেষ্টার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের একজন সাইয়েদ আব্দুল্লাহ।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য তৈরির জন্য সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতা এবং ছাত্রদের নিয়ে পৃথক পৃথক বৈঠকের ডাক দিয়েছেন ড. ইউনূস। জাতির কমন ইন্টারেস্টের (অভিন্ন স্বার্থ) ইস্যুতে সবাইকে নিয়ে ঐক্য তৈরির এই পদক্ষেপ খুবই সময়োপযোগী এবং বিচক্ষণ একটি সিদ্ধান্ত। এই উদ্যোগ কতটা সফল হবে, সেটা হয়তো সময় বলে দেবে। তবে উদ্যোগটা যে নেওয়ার তাগিদ অনুভব করেছে সরকার, এই চেষ্টাটার জন্য তারা বিশাল বড় ধন্যবাদ ডিজার্ভ করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

১০

কিশোর গ্যাং সংস্কৃতি দমনে মাঠ ভিত্তিক ক্রীড়া পরিচালনার আহ্বান চসিক মেয়রের

১১

আইইএলটিএসে ৮০ হাজার প্রার্থীর ভুল ফলাফল, বাংলাদেশে প্রশ্নফাঁস

১২

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

১৩

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস / পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

১৪

অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট জব্দসহ আটক ১

১৫

রাত ১১টা হলেই বন্ধ থাকে গ্যাস সরবরাহ, এলাকাবাসীর ক্ষোভ

১৬

নিখোঁজের ৩৩ বছর পর বাড়ি ফেরা সেই মোবারক মারা গেছেন

১৭

বরিশালে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

১৮

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

১৯

বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে যে পথে এগোতে চায় জমিয়ত

২০
X