কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
প্রাবাসী যাত্রী রক্তাক্ত

বিমানবন্দর থেকে প্রত্যাহার দুই নিরাপত্তাকর্মী

ফাইল ছবি।
ফাইল ছবি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনকে রক্তাক্ত হওয়ার ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছে। তদন্তের ভিত্তিতে তাদের ফেরত পাঠানো হয়েছে (বাহিনীতে)। আরও তদন্ত হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেবিচক কার্যালয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

তিনি বলেন, নিরাপত্তাকর্মীরা যথেষ্ট পোলাইট (নম্র) ছিল, তবে তাদের আরও পোলাইট হতে হবে। যাত্রীদেরও আরও সহনশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, এখন বিমানবন্দরে ২৪টি সংস্থা কাজ করছে। তারা সবাই মিলে নিরাপত্তার কাজ করছে। তাদের কেউ কারও শত্রু না। তবে তাদের কেউ যদি কাজে কোনো ভুল করে বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান সাংবাদিকদের কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, সিলেট বিমান, কক্সবাজার বিমানবন্দর, যশোর বিমানবন্দর, বগুড়ার আংশিক চলমান বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরের চলমান প্রকল্প নিয়েও কথা বলেন। সিলেট বিমানবন্দর বাদে চলমান সব প্রকল্পের কাজ এ বছরই শেষ করা হবে বলেও জানান তিনি।

চলতি বছরের শেষের দিকে তৃতীয় টার্মিনালে অপারেশন শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তৃতীয় টার্মিনালের ৯৯ শতাংশ শেষ। টার্মিনালের সামনে অ্যাপ্রোনের কাজও শেষ। সেটি শিগগিরই ব্যবহার করা যাবে। টার্মিনালের দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে। আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ হবে। সব কাছে গিয়ে থাকলেও এখন পর্যন্ত ভিভিআইপি ৬৫ শতাংশ শেষ হয়েছে। আমরা একটি দ্রুত শেষ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে এই বছরের মধ্যে টার্মিনালটা উদ্বোধন করার। সেটা যে কোন মূল্য। কারণ আপনারা জানেন এখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখানে ২ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে যা জাইকা থেকে আমরা লোন নিয়েছি এবং সরকারও কিছু টাকা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরা অক্টোবরে শুরু করব। অক্টোবরে না পারলে নভেম্বরে যেকোনো মূল্যে আমরা অপারেশনে যাব।

তৃতীয় টার্মিনালের পার্কিংয়ের ডিজাইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টার্মিনালের কার পার্কিং ঠিক জায়গায় রাখা হয়নি। এটি সামনে রাখা হয়েছে। এটি সামনে না হলে ভবনের সৌন্দর্য আরও বাড়তো। জায়গা ছিল না হয়তো এ কারণে করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনস ও মেন্টেইনেন্সের বিষয়ে শিগগিরই জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হবে। এই প্রকল্পটি নিয়ে কারও সঙ্গে কোন প্রকার কম্প্রোমাইজ করব না।

বিমানবন্দর থেকে এপিবিএনকে বের করে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এপিবিএনের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। এপিবিএনের যেখানে ডিউটি করার কথা তারা সেখানেই করছে। মূলত তাদের কাজ বিমানবন্দরের বাহিরে। ২০১০ সালে তাদের বিমানবন্দরে দায়িত্ব দেওয়ার সময় এ কারণেই পাঠানো হয়েছিল। শুধু এপিবিএন নয় কাস্টমস, আনসার, ইমিগ্রেশন পুলিশ, এভসেক যে যার মতো তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

৫ সহজ উপায়ে ইগো কমান

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন পরামর্শ চাইলেন

আজ বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা কত পাবে, যা জানা গেল

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

ময়মনসিংহ বার ইউনিটের সভাপতি নুরুল, সম্পাদক তান্না

স্মার্ট টিভিতে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ

‘জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই’

বিশ্বকাপের ফাইনাল আজ, খেলা দেখবেন যেভাবে

১০

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

১১

কেন মুখ দেখাতে পারছেন না হাশমিপুত্র?

১২

কোহলিকে টপকে নতুন ইতিহাস গড়লেন বাবর

১৩

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের প্রথম গোল

১৪

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ফেডারেশন অব ইউএসএর নতুন কমিটি গঠন

১৫

ফ্রিজে ইলিশ মাছ কতদিন রাখা নিরাপদ জানালেন পুষ্টিবিদ

১৬

বিএনপি নেতার সহযোগিতায় সেতু নির্মাণ

১৭

থ্রেডসে নতুন ‘ঘোস্ট পোস্ট’

১৮

দুঃসময়ে যার কাছে সাহায্য চেয়েছিলেন শাহরুখ

১৯

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

২০
X