কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

আইইবিকে ফ্যাসিস্টমুক্ত করে ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি

আইইবির এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে অতিথিরা। ছবি : কালবেলা
আইইবির এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)। সংগঠনটির নেতা ও সদস্যরা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যেমন গণতন্ত্র ছিলো না তেমনই আইইবিতেও গণতন্ত্র ও ভোটাধিকার ছিলো না। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটা পরিবেশ তৈরি হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল রয়েছে। আমরা প্রত্যাশা করি স্বৈরাচারমুক্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির দ্বারা আইইবি পরিচালিত ও আরও শক্তিশালী হোক এবং প্রকৌশলীদের অধিকার নিশ্চিতে পাশে থাকুক।

শনিবার (১০ মে) বিকেলে আইইবির এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) তারা এসব কথা বলেন।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এটিএম তানভীর উল হাসান তমালের সঞ্চালনায় মুফতি কামরুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন আইইবির সাধারণ সম্পাদক ড. সাব্বির মোস্তফা খান।

এর আগে সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের সাবেক সেক্রেটারি আওয়ামীপন্থি প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, মহিবুর রহমান সবুজ, তারিকুজ্জামান তালুকদার শাহীনের নেতৃত্বে ইওজিএমে বেশ কয়েকজন বহিরাগত হামলা চালালে পুলিশ সদস্যসহ আইইবির বেশ কয়েকজন প্রকৌশলী গুরুতর আহত ও জখম হন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, মুহাম্মদ কামরুল হাসান খান, মো. আরাফাত রহমান রাকু, নাহিদুল ইসলাম, মুক্তাদির বিল্লাহ, সালমান খান, এমএম জিহান, বাদল আহমেদ। তারা চিকিৎসাধীন। এরপর বিকেলে আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত ইওজিএমে মূলত গঠনতন্ত্র মোতাবেক ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন এবং হামলাকারীদের চিহ্নিত করে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে রিয়াজুল ইসলাম রিজু বলেন, আইইবির নতুন কমিটি গঠন নিয়ে আলোচনার জন্যই ইওজিএম আহ্বান করা হয়েছে। কেন না, আইইবির নির্বাচন নিয়ে গঠনতন্ত্রে বিস্তারিত বলা আছে, ৩০ জুনের মধ্যেই অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রকৌশলীদের সমন্বয়ে একটা নির্বাচন কমিশন বা সিইসি গঠন করতে হবে, ভোটার লিস্ট করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। ৩০ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। যা সিইসি সিদ্ধান্ত দেবে। আমরা ভোটের মাধ্যমে নতুন কমিটির কাছে সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তর করতে চাই।

তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রকৌশলীর সঙ্গে বহিরাগতরা এসে আনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। ফ্যাসিস্টদের সহযোগী কয়েকজন সন্ত্রাসী হামলা চালালে প্রকৌশলী, পুলিশ ও সাংবাদিকরাও আহত হয়েছে। আমরা নিন্দা ও তদন্ত সাপেক্ষে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আহতদের পাশে থাকবো।

প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, আইইবির বর্তমান নেতারা ভালো কাজ করেছেন। তাদের ধন্যবাদ। তবে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। যারা হামলা করেছে আইইবি ও এ্যাব থেকে তাদের সদস্য পদ বাতিল করার দাবি জানাই। ফ্যাসিস্ট সরকারের সহযোগিরা এখনো ষড়যন্ত্র করেছে। তারা আমাদের ভাইদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে।

আইইবির সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী আহসানুল রাসেল বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যেমন গণতন্ত্র ছিলো না তেমনই আইইবিতেও গণতন্ত্র ছিলো না। ভোটাধিকার ছিলো না। এখন ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল রয়েছে। আমরা প্রত্যাশা করি স্বৈরাচারমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির আইইবি পরিচালিত হোক। আইইবি আরও শক্তিশালী হোক এবং প্রকৌশলীদের অধিকার নিশ্চিতে পাশে থাকুক।

উল্লেখযোগ্য প্রকৌশলীদের প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম, প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, প্রকৌশলী জহিরুল ইসলাম, উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী মতিউর রহমান, প্রকৌশলী মো. হারুন আল রশিদ, প্রকৌশলী মোর্তুজা আহমেদ, আবু সাঈদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুল আলম, প্রকৌশলী আমিনুর ইসলাম, প্রকৌশলী শহিদুল আজিম সজলসহ অনেকেই বক্তব্য দেন। এছাড়াও আইইবির নেতা খান মঞ্জুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ আহমেদ ভুইয়া, মাহবুব আলম, মো. নূর আমিনসহ আইইবির বিভিন্ন কেন্দ্রেরে প্রায় ৮০০ প্রকৌশলী ইওজিএমে অংশগ্রহণ করেন বলে আয়োজকেরা জানান।

অংশ নেওয়া প্রকৌশলীরা বলেন, অতীতে আইইবিকে অনেকেই ব্যাক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিগত ১৫ বছরে ফ্যাসিস্টরা আইইবিকে নষ্ট করে ফেলেছে। প্রকৌশলীদের অধিকার আদায়ের পরিবর্তে অন্য কাজে মনযোগ দেয় বেশি। আমরা চাই অতীতের ফ্যাসিবাদী কায়দায় যাতে আইইবি পরিচালিত না হয় সেটাই হোক মূল লক্ষ্য। প্রকৌশলীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান প্রকৌশলীরা। তারা আইইবির নেতারা সকল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

সিএনজি ফিলিং স্টেশনের কমিশন ৫ টাকা ১০ পয়সা বাড়ানোর দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড দাবি

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

চবির পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি

১০

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

১১

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

১২

যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ

১৩

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরিফুলকে সংবর্ধনা

১৪

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

১৫

তারুণ্যের সমাবেশে পিকআপভ্যানে ঠান্ডা পানি বিতরণ

১৬

শিয়ালকোটে বিস্ফোরণের ভিডিও নিয়ে যা জানা গেছে

১৭

পাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ

১৮

যুদ্ধবিরতির এক ঘণ্টা পর আবারও হামলা

১৯

ঈশ্বরগঞ্জে ইউএনও এরশাদুলকে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X