কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৭:২৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন নিয়ে ৩ প্রতিষ্ঠানের জরিপ প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন নিয়ে তিনটি প্রতিষ্ঠানের চালানো জরিপ প্রকাশিত হয়েছে। জরিপে বলা হয়েছে, দেশের ৪৮ শতাংশ মানুষ মনে করে রাজনীতি ভুল পথে চলছে। আর ৩৯ শতাংশ মানুষ মনে করেন সঠিক পথে চলছে দেশের রাজনীতি। অন্যদিকে, অর্থনীতি ভুল দিকে চলছে বলে মনে করেন দেশের ৭০ শতাংশ মানুষ।

দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। এই সমীক্ষার ফল দ্য স্টেট অব বাংলাদেশ’স পলিটিক্যাল, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট সোসাইটি সম্প্রতি প্রকাশ করেছে। সমীক্ষাটি চলে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেন ৬৪টি জেলার মোট ১০ হাজার ২৪০ জন নারী-পুরুষ। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালেও একই বিষয়ে সমীক্ষাটি করা হয়েছিল।

এশিয়া ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সঠিক পথে চলেছে কিনা- সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে তা জানতে চাওয়া হয়। এই জরিপ থেকে জানা যায়, বাংলাদেশ সামাজিকভাবে সঠিক পথে চলছে বলে মনে করেন দেশের ৫৮ শতাংশ মানুষ, আর ৩৯ শতাংশ মনে করে বাংলাদেশ সামাজিকভাবে ভুল পথে চলছে। দেশের ৩৯ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশের রাজনীতি সঠিক পথে চলছে, আর ৪৮ শতাংশ মনে করেন এ ক্ষেত্রে দেশ ভুল পথে চলছে। সমীক্ষায় মাত্র ২৫ শতাংশ মানুষ মনে করেন, বাংলাদেশের অর্থনীতি ঠিক দিকেই এগোচ্ছে, আর ৭০ শতাংশ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ভুল দিকে চলছে।

২০১৯ সালের তুলনায় এবারের সমীক্ষার তিনটি দিকেই মানুষের ইতিবাচক ধারণা অপেক্ষাকৃত কম যা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি সম্পর্কে মানুষের নেতিবাচক মূল্যায়নের বহিঃপ্রকাশ। অর্থনৈতিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশের নিম্ন আয় গোষ্ঠীর ইতিবাচকতা উচ্চ আয়-গোষ্ঠীর তুলনায় অনেক বেশি কমেছে। ৫,০০০ টাকা বা তার চেয়ে কম আয় করে এমন ৮৪ শতাংশ মানুষ ২০১৯ সালে জানিয়েছিল, তাদের মতে, দেশের অর্থনীতি সঠিক পথে আছে। ২০২২ সালে মাত্র ৩২ শতাংশ মানুষের কাছ থেকে এই উত্তর পাওয়া গেছে। অর্থাৎ, ৫২ শতাংশ মানুষ আগের ইতিবাচক অবস্থান থেকে সরে এসেছেন। তুলনায় দেখা যায়, ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মাসিক আয় যাদের, তাদের মাঝে এই পরিবর্তনের হার ৩০ শতাংশ, অর্থাৎ ২০১৯ সালে ৫৮ শতাংশ মানুষ ইতিবাচক ধারণা পোষণ করতেন আর ২০২২ সালে এ ইতিবাচক ধারণা করেন ২৭ শতাংশ মানুষ। জরিপের ৪৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাদের মতে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সম্পর্কে মোট ৮৪ শতাংশ মানুষ জানিয়েছে, এই সমস্যা তাদের জীবন ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ব্যবসায়িক মন্দা, বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি সমস্যার কথাও জরিপে উঠে এসেছে।

২০২২ সালে জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের কাছে দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করা হলে তাদের প্রায় ৫৪ শতাংশ জানান, বাংলাদেশে এমন একটি পরিবেশ বিদ্যমান যেখানে একদল রাজনীতি ও শাসনব্যবস্থায় শক্তিশালী ভূমিকা পালন করে। ২০১৯ সালে এই একই মত পোষণ করেছিল ৭২ শতাংশ জনগণ। লক্ষ্যণীয় ব্যাপার হলো, ২০১৯ সালে ১১ শতাংশ মানুষ ভাবত, ক্ষমতাসীন দলের প্রভাব রাজনীতিতে নেতিবাচক। ২০২২ সালে এসে এমনটি ভাবছে ৩৪ শতাংশ মানুষ।

জরিপটি আরও বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানুষের সহানুভূতি কমে যাচ্ছে। নিজেদের মাঝে শরণার্থীদের স্বাগত জানাবে- জনমনে এমন মনোভাব ক্রমান্বয়ে কমেছে। ২০১৮ সালে ৩৪ শতাংশ, সেখান থেকে ২০১৯ সালে ১৫ শতাংশ ও ২০২২ সালে ১৩ শতাংশ মানুষ শরণার্থীদের সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছে। ৪৪ শতাংশ মানুষ মনে করে, সরকার শরণার্থীদের জন্য যথেষ্ট করেছে ও করছে।

জরিপে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন করা হলে ৭২ শতাংশ মানুষ বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। ৪৭ শতাংশ মানুষ সেতু নির্মাণের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দিয়েছেন ২৮ শতাংশ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১০

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১১

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১২

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৩

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৪

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৫

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৬

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৭

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

১৮

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

১৯

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

২০
X