কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরার ঘটনায় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব, ৩০টি রাজনৈতিক দলের স্বাক্ষর 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধার কাজ চালানোর সময়। সোমবারের ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধার কাজ চালানোর সময়। সোমবারের ছবি

উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। এই ট্র্যাজেডিকে ঘিরে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শুরুর পূর্বে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবটি পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

এতে বলা হয়, ২১ জুলাই ২০২৫ বাংলাদেশের বিমানবাহিনীর যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিশুসহ সবার আত্মার মাগফিরাত কামনা করছি। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা বিধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়৷ শোক প্রস্তাবটিতে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত এবং এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।

এই শোক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি) আলোচনায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং কমিশনের সদস্যরা স্বাক্ষর করেন৷

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আলোচনার সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, গত বছর এ সময় আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম। এক বছর পর আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকে মুহ্যমান হয়ে আছে পুরো জাতি৷ তিনি নিজ নিজ অবস্থান থেকে সর্বস্তরের মানুষকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো আহ্বান জানান এবং সরকারের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চয়তার এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ঐকমত্য কমিশনের গতকালের বিকালের অধিবেশনও মুলতবি করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি, শপথ বৃহস্পতিবার

গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল এনসিপি

মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক মুক্তিযোদ্ধা ইশতিয়াক

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হয়েছে কি না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

মেহেদি উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রীসংস্থা

ফরজ গোসলের সঠিক নিয়ম

বিরল খনিজ / চীনকে মোকাবিলায় একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

আইইউবিএটির প্রাক্তন প্রো-ভিসি ড. হামিদা আখতার মারা গেছেন

ইয়েমেনের জুকার দ্বীপে ‘রহস্যময় বিমান ঘাঁটি’, পেছনে কারা?

১০

ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে পানির ফিল্টার দিলেন ছাত্রদল নেতা তারিক

১১

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী আটক

১২

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

১৩

প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন

১৪

দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

১৫

ওয়াটারএইড বাংলাদেশ ও এনআইএলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

যমুনায় বিএনপির ৩ নেতা

১৭

৮৪ আসনে প্রার্থিতা ঘোষণা করল এলডিপি

১৮

ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল

১৯

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

২০
X