কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ মঙ্গলবার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সোমবার (৪ সেপ্টেম্বর) দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই নিরাপত্তা সংলাপ বসবে। আলোচনায় যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনকে গুরুত্ব দিবে।

আর বাংলাদেশ প্রাধান্য দিবে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হয়ে উঠা রোহিঙ্গা ইস্যু। একইসঙ্গে বাংলাদেশ র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য ফের আহ্বান জানাতে পারে।

২০২২ সালের এপ্রিলে দু’দেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।

এদিকে গত ২৩-২৪ আগস্ট ঢাকায় দু’দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই দুই সংলাপেই দুই দেশ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) নিয়ে আলোচনা হয়। নবম নিরাপত্তা সংলাপে ওই আলোচনার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক আজ সফরের প্রথম দিনে ঢাকার মার্কিন দূতাবাস ও ইউএসএআইডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং চ্যানেল আই’র টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আজ সংলাপের পর মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বাবার পাশেই সমাহিত হলেন লামিয়া

সংস্কারে সর্বোচ্চ ঐকমত্য তৈরির উদ্যোগ নিন : সাকি

অনলাইন জুয়া বন্ধে কী পদক্ষেপ, ৩ মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ

চীনের প্রতিনিধির সঙ্গে জামায়াতের বৈঠক / রোহিঙ্গা সঙ্কট সমাধানে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব

পাকিস্তানের প্রতি সংহতি জানাল ভারতের একটি গোষ্ঠী

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করলেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই : ঢাবি উপাচার্য

আবারও নিষিদ্ধ হৃদয়

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশু হত্যা, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

১০

সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

১১

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

১২

ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা

১৩

কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

১৪

সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন / ‘অপহরণের’ আড়াই মাসেও সন্ধান নেই ব্যবসায়ী লিখনের

১৫

অন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে যেতে পারবেন না ভিসি-প্রো-ভিসিরা  

১৬

জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে ধর্ষণ, মহিলা পরিষদের ক্ষোভ

১৭

আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি খেলাফত মজলিসের

১৮

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

১৯

পিকেএসএফের আলোচনা সভায় বক্তারা / প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার টেকসই ব্যবস্থাপনা

২০
X