কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাবেন চার রাজনীতিবিদও। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

চার রাজনীতিবিদকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করার ব্যাখ্যা দিতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে, কাজেই সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করছি এবং এ অবস্থায় বিএনপি, জামায়াত ও এনসিপির লিডাররা যাচ্ছেন।’

জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার সবই সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্ব পাবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এবার ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গাদের নিয়ে উচ্চপর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চপর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ইতালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং কসভোর প্রতিনিধিদলের প্রধানের সঙ্গেও বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান আছে।

এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিজ ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপিএস না এফডিআর? বেছে নিন প্রয়োজন বুঝে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

সুপার ফোর থেকে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে

শরীরে বাজে গন্ধ? মুক্তি মিলবে সহজ কিছু অভ্যাসেই

জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন মোহনলাল 

আফগানিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা, ট্রাম্পের হুঁশিয়ারি

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

১০

এক হাজার অপারেটর নেবে দারাজ

১১

গোল করলেন, গোল করালেন-মেসিময় ম্যাচে মায়ামির জয়

১২

ভুলেও কখনও ফ্রিজে রাখবেন না যে ৫ খাবার 

১৩

ঋতুপর্ণার মন খারাপ 

১৪

হারের পরই বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

১৫

আবারও ফুঁসে উঠছে এশিয়ার আরেক দেশ

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

১৭

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর মিলল মরদেহ

১৮

বৌদি শব্দটি পারিবারিক অর্থে আপন ছিল: স্বস্তিকা মুখার্জি

১৯

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০
X