রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এমন পরিস্থিতি আর কতক্ষণ থাকবে—এমন প্রশ্ন সবার।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, এই বৃষ্টি চলতে পারে সোমবার দুপুর বা বিকেল পর্যন্ত।
সংস্থাটি আরও জানানো হয়, শক্তিশালী গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ তৈরি হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী দেশের অধিকাংশ স্থানে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে রোববার রাত থেকে। সবচেয়ে বেশি প্রভাব লক্ষ করা যাচ্ছে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে। এই বৃষ্টি চলতে পারে আজকে দুপুর বা বিকেল পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বর দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছ—আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন