কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে রাজধানীর কয়েকটি অঞ্চলে ১ হাজার ৫০০ টিরও অধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতার জন্য এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ দিন সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের এই কার্যক্রম পর্যায়ক্রমে দিনব্যাপি ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়, যার মূল পর্ব অনুষ্ঠিত হয়েছিল হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।

জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। পথকুকুর-বিড়াল ইত্যাদির মাধ্যমে আমাদের দেশে জলাতঙ্ক রোগ ছড়ানোর হার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদুড়, বেজির কামড়-আঁচড় দিলে ক্ষতস্থানে দ্রুত সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। সাধারণত বেওয়ারিশ কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, ছাগল ও ভেড়া। কিন্তু এর প্রতিরোধ সম্ভব নিয়মিত টিকাদানের মাধ্যমে।

আয়োজকরা বলছেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে।

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেইন সেই কার্যক্রমেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সংগঠনের আহবায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পী খান, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম,সিতু, সিমান্ত, তাসিব, শুভব্রত, হাসান, লোবা।

আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্র নেতা মশিউর রহমান মহান, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, মির্জা সম্রাট। ‘আমরা বিএনপি পরিবার’ থেকে উপস্থিত ছিলেন- মাসুদ রানা লিটন, ফারহান আলী সজীব, শাকিল আহম্মেদ, শাহিনুর ইসলাম রনিসহ বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকরা।

ক্যাম্পেইন চলাকালীন অনেকেই নিজ বাড়ির পোষ্য কুকুর-বিড়ালকেও নিয়ে এসেছিলেন ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে। সমাজ ও প্রকৃতির কল্যাণে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

রাজধানীতে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইন

থানা থেকে ছাড়িয়ে নেওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে : রিজভী

তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপহার বিতরণ

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত / পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

১০

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট

১১

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি

১২

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের

১৩

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

১৪

২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

১৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইশরাক

১৬

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১৭

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান, জরিমানা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে নরসিংদী : পুলিশ সুপার

১৯

বয়স বাড়ছে, দাড়ি পাকা বাড়ছে : রণবীর কাপুর

২০
X