কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক সমাজের সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের শুরুতেই দেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ বৈঠক হয়।

এই বৈঠকে ডোনাল্ড লু’র সঙ্গে অংশ নেন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীরা। এদের মধ্যে ছিলেন, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আখতার, শ্রমিক নেতা বাবুল আখতার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নুর খান লিটন।

জানা গেছে, মূলত বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ের পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবেন। সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও এই বৈঠকে কয়েকজন বিদেশি কূটনৈতিকও রয়েছেন। তাদের মধ্যে আছেন, আমেরিকার দক্ষিণ ও এশিয়াবিষয়ক ব্যুরোর চিফ অফিস স্টাফ ন্যাথানিয়াল হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্ট অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আল্ডরিচ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড এসলিম্যান, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইনস, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিল শ্যারন ফিটজগ্যারল্ড, পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিউ বেহ এবং জার্মান রাষ্ট্রদূত আছিম ট্রোস্টার।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন ডোনাল্ড লু। তার তিন দিনের এই সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ ছাড়া মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন লু।

ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু। গত শুক্রবার থেকে লু’র ছয় দিনের সফরের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, ১০ থেকে ১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, ডোনাল্ড লু’র সফরে সেটিই গুরুত্ব পাবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে সর্বশেষ বাংলাদেশ সফর করেন ডোনাল্ড লু। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যেখানেই রক্ত পড়েছে সেখানেই বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে’

কালবেলায় সংবাদ প্রকাশের পর মহিলা আ.লীগ সভাপতির ছেলে এলিদ ওএসডি

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক 

শাকিবের পক্ষ থেকে বন্যার্তদের পাশে ইমন-মিম 

সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

মেয়র আতিকের অভিপ্রায়ে ডিএনসিসিতে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল

ঢাবির মুহসীন হলে নির্যাতন / ২০১৭ সালের ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

যেভাবে দেখবেন সাকিবের খেলা

দুদকের পরিচালক ও উপপরিচালক পদে বড় রদবদল

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে’

১০

বরিশালে বিএনপির কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

১১

চাঁদাবাজি-দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার : নীরব

১২

নতুন করে কোনো চক্রান্তকে বাস্তবায়ন করতে দেব না : নুরুল ইসলাম বুলবুল

১৩

দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করার ঘোষণা মিরাজের

১৫

পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৬

মাল্টা চাষে দিনবদল ভাণ্ডারিয়ার যুবক মহাসিনের

১৭

সেন্সরের কাঁচির নিচে কঙ্গনার সিনেমা

১৮

১৮ দিনেই বিদায় নিল মুগ্ধ

১৯

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

২০
X