আবু সাঈদ আল মাহমুদ স্বপন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১১:১৪ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সাক্ষাৎকার

অনানুষ্ঠানিক আলোচনা চলছে, ইতিবাচক কিছু হবে

আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। ছবি: সৌজন্য
আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। ছবি: সৌজন্য

আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি

জাতীয় সংসদের হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এম এম মুসা

কালবেলা: বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় এক মাস ধরে শান্তি সমাবেশ করছে। এ সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: বর্তমান টালমাটাল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশে শান্তি ও সংহতি অনেক বেশি প্রয়োজন। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংকশন-পাল্টা স্যাংকশনের বিরূপ প্রতিক্রিয়ার চাপ সামলাতে জাতিকে অনেক দুঃসময় পার করতে হচ্ছে। বর্তমান অবস্থায় নতুন চাপ সহ্য করা সম্ভব নয়। এই মুহূর্তে অরাজকতা, নৈরাজ্য, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চাপ নেওয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই। শান্তি রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পাশাপাশি রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকছে।

কালবেলা: ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে আপনারা শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করছে বিএনপি। এতে সাংঘর্ষিক রাজনীতির শঙ্কা আরও বাড়বে না?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: ঘর পোড়া গরু সিঁদুর দেখলেও ভয় পায়। গণতান্ত্রিক অধিকার ও রাজনীতির নামে বিএনপি-জামায়াত অতীতে যা করেছে সে অভিজ্ঞতা অতীব আতঙ্কজনক। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ আলাদা শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে। এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। মাঠে আওয়ামী লীগ উপস্থিত না থাকলে আপনারা ওদের হিংস্রতা দেখতে পেতেন। কিন্তু তাদের হায়েনা অবয়ব উন্মোচন করার রাজনীতি করতে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে।

কালবেলা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে উত্তরণে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আলোচনার কোনো সম্ভাবনা কী আছে?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। বিএনপির প্রভুরা বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন। রাজনীতিতে সব সময় প্রকাশ্য বিষয়বস্তুর বাইরে অনানুষ্ঠানিক কিছু কার্যক্রম সংঘটিত হয়। চূড়ান্ত রূপ পেলে তা আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকাশ হয়। কিছুটা ধৈর্য ধরতে হবে। এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চিত হবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি আমি বলতে পারি।

কালবেলা: সম্প্রতি এক অনুষ্ঠানে আপনি নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু কথা বলেছেন? আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান কী?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: আমি সংসদ সদস্য, সুতরাং আমি সংবিধানের ছাত্র। সংবিধান বিশেষজ্ঞ নই। প্রতিবার নির্বাচন নিয়ে সংকটের স্থায়ী সমাধান আমি সংবিধানের মাঝে খুঁজে পেয়েছি। তা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের দল সংবিধানের কোনো কিছুর বিরুদ্ধে নয় এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে আন্তরিক।

কালবেলা: বিএনপির সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ কি আপনারা সহসা নেবেন?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: আমাদের পক্ষ থেকে আগ বাড়িয়ে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়া সম্ভব নয়। তারা সব পথ বন্ধ করে দিয়েছেন। তবে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির প্রভু সাহেবরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। হয়তো ইতিবাচক কিছু হবে।

কালবেলা: বিএনপির সঙ্গে আন্দোলনকারী অন্যান্য দল অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে, তারা বর্তমান সরকারপ্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন?

আবু সাঈদ আল মাহমুদ স্বপন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে ব্যবস্থাকে মন্দ বলেছে, অসাংবিধানিক বলেছে এবং যে পদ্ধতি গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য হুমকিস্বরূপ, তেমন একটি বিষয় সংবিধানে সন্নিবেশন করার আত্মঘাতী ও জনবিরোধী দাবি মেনে নেওয়া সম্ভব নয়।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমএলএসে আবারও মেসি ম্যাজিক, আবারও রেকর্ড

বিএনপিতে চাঁদাবাজ ও খুনির কোনো জায়গা নাই : আযম খান

কানাডায় হামলার শিকার কপিল শর্মা

ওয়ালটনে চাকরির সুযোগ

কেউ অপকর্ম করলে কোনো ছাড় দিচ্ছে না বিএনপি : সোহেল

এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে ৬০ এমপি

১৩ জুলাই : আজকের নামাজের সময়সূচি

ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রেসিডেন্টের খবর দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

মাদকসেবনের সময় গ্রেপ্তার বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা

১০

বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী ড. ফয়সাল

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নফাঁস / নতুন প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র স‌চিবসহ ছয়জনকে অব্যাহতি

১৪

মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র : আমিনুল হক

১৫

ময়মনসিংহে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ না পেয়ে একজনকে হত্যা

১৬

যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

১৭

ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের শীর্ষে বাংলাদেশিরা

১৮

নির্বাচন কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

১৯

সকালের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড় হতে পারে

২০
X