কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে যা করে উন্নতি সম্ভব

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

‘ক্রিকেটে কী করে উন্নতি সম্ভব’ এ বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

এম আর কে তোফাজ্জল হোসাইন : ক্রিকেটের উন্নতি করতে হলে সর্বপ্রথম বোর্ডকে দুর্নীতিমুক্ত করতে হবে। জবাবদিহিতামূলক বোর্ড কমিটি গঠন করতে হবে। দেশের অজ্ঞ ক্রিকেট বিশ্লেষকদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে হবে। কারণ, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনমানসিকতা নষ্টের জন্য অনেকাংশেই এরা দায়ী। খেলোয়াড়দের মনমানসিকতা থাকতে হবে সৈনিকদের মতো। অর্থাৎ একতাবদ্ধ, কোনো ধরনের বিরোধ দেখা গেলেই সঠিক ব্যবস্থা নিতে হবে। পরিশেষে বোর্ড গঠনকালে যদি ক্রিকেট সম্পর্কে জ্ঞান, ধ্যান এসব বিবেচনা করে বোর্ড গঠন করা হয় তবেই ক্রিকেটের উন্নয়ন সম্ভব।

মো. রেজাউল করিম : ক্রিকেটকে রাজনীতিমুক্ত করতে হবে। ক্রিকেট বোর্ডপ্রধান এমন একজনকে নির্বাচিত করতে হবে যিনি থাকবেন নিরপেক্ষ। ভালো খেলোয়াড় বাছাই করেতে হবে। কারো সুপারিশে কাউকে নেওয়া যাবে না। ব্যক্তিগত রাগ-ক্ষোভ যাতে অন্য কারও ওপর না পড়ে। অনুশীলন চলমান থাকবে। মাঠের সাবেক খেলোয়াড়কে বোর্ডের দায়িত্ব দিতে হবে।

মনির : সহজভাবে বলতে হলে বর্তমান নির্বাচকদের তাড়াতে হবে। পাপনকে বিদায় করতে হবে। খেলোয়াড়দের শৃঙ্খলা ঠিক করতে হবে। ঘরোয়া ক্রিকেটের যে বেহাল অবস্থা তা খুব কঠিন পদক্ষেপ নিয়ে ঠিক করতে হবে। তবেই হয়তো সম্ভব।

নজরুল নীরব : দেশীয় কোচ নিয়োগ করেন। ক্রিকেটার নন এমন সবাইকে সরিয়ে নতুন করে বোর্ড ঢেলে সাজাতে হবে। তাহলে উন্নতি করতে পারবে।

সেকান্দার মানিক : দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, কোচের পরিবর্তন করা। দ্বিতীয়ত, বোর্ড সভাপতি পাপনকে বাদ দিয়ে মাশরাফিকে সভাপতি করা। ঘরোয়া ক্রিকেটে আরো বেশি দৃষ্টি দেওয়া। জাতীয় দলে থাকাকালীন কোনো খেলোয়াড়কে সাকিবের মতো ব্যবসায়ী হতে না দেওয়া। খেলোয়াড়দের মানসিক উন্নতির জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ টিমে রাখা। জাতীয় দলের প্রতিটি খেলোয়াড় জাতীয় সম্পদ। তাই তাদের মনমতো মিডিয়ার সামনে আসতে না দেওয়া এবং টিমের মধ্যে সব সময় শৃঙ্খলা বাজায় রাখা।

মো. রবিউল হোসেন : ক্রিকেট রাজনীতিমুক্ত এবং স্বাধীনভাবে বেড়ে উঠার জন্য সুযোগ করে দিতে হবে। আর পাপনকে বহিষ্কার করতে হবে। তথা পুরো ক্রিকেট বোর্ড ঢেলে সাজাতে হবে।

মো. কাইয়ুম ভূঁইয়া : প্রথমত, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন। দ্বিতীয়ত, নির্বাচক সবাইকে পরিবর্তন। তৃতীয়ত, কোচ পরিবর্তন, চতুর্থত, ক্যাপ্টেন পরিবর্তন, পঞ্চমত, যোগ্যদের দলে জায়গা দেওয়া।

তাকী বিন মোহসিন : গাছের গোড়ার যত্ন না নিলে যেমন ফল পাওয়া যায় না। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রেও তেমনটাই প্রযোজ্য। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের গোড়া আগে ঠিক করতে হবে। সুতরাং বোর্ডের অযোগ্য কর্তাদের চেয়ারে যোগ্যদের বসাতে হবে। অবশ্যই যাদের ক্রিকেটীয় জ্ঞান আছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট ছিল তাদের দায়িত্ব দিতে হবে। তাহলে হয়তো কিছুটা হলেও এ দেশের ক্রিকেটের সমৃদ্ধি সম্ভব হবে।

কামরান উদ্দিন রায়হান : বাংলাদেশের ক্রিকেট বোর্ড আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নিক। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এত দ্রুত কীভাবে ক্রিকেট খেলাকে রিপ্রেজেন্ট করছে। বিশ্বকাপে বিগত ৩০ বছরে বাংলাদেশ যা করতে পারেনি তা আফগানরা ৬-৭ বছরের ব্যবধানে করে দিয়েছে। সত্যিই, আফগানিস্তান নিজেদের নিয়ে গর্ব করতে পারে। আর আমরা আগামী বিশ্বকাপের স্বপ্ন দেখতে দেখতে কবরে চলে যাই।

সুজন ইনশাদ : বোর্ড প্রেসিডেন্ট, সিলেকটরস প্যালেন ও কোচিং স্টাফদের সরিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে যদিও কেউই লজ্জা-শরমে দায়িত্ব নিয়ে সরবেন না। তাই ক্রিকেট এমনই থাকবে।

মো. মাসুদ রানা : দেখেন ক্রিকেট হলো একটি খেলা। যারা এ বিষয়ে অভিজ্ঞ তারাই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকার কথা। আমাদের বাংলাদেশে তা উল্টো। একজন পিওর রাজনীতিবিদ হলো বিসিবির সভাপতি তাই ক্রিকেট খেলায় প্লেয়াররা খেলা না শিখে শিখছে রাজনীতি। যেমন মাশরাফি। আবার এদিকে সাকিব-তামিমের রাজনীতির শিকার হয়ে দলটাই শেষ। সর্বশেষ কথা হলো, ক্রিকেটের উন্নতি করতে হলে ক্রিকেট বোর্ড ও নির্বাচক প্যানেল যোগ্যদের দিয়ে গঠন করতে হবে। আর ক্রিকেটীয় আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। কোচ ও কোচিং স্টাফ অভিজ্ঞদের দিয়ে সাজানো লাগবে।

মনিরুজ্জামান মনির : প্রথমে দুর্নীতিমুক্ত নির্বাচক লাগবে। যারা প্রতিনিয়ত ভালো খেলে, সব সময় দেশের ভালো চায়, দেশের স্বার্থে খেলে যাচ্ছে তাদের প্রাধান্য দিতে হবে। আর বিশেষ করে খেলার মধ্যে রাজনীতি বাদ দিতে হবে। রাজনীতিমুক্ত ক্রিকেট বোর্ড চাই।

নুর আহমাদ সিদ্দিকী : ক্রিকেটে এখন রাজনীতির চর্চা হচ্ছে। নায়ক-নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার সবাই এমপি হতে চান। ক্রিকেটে উন্নতি করতে হলে ক্রিকেটারদের রাজনীতিমুক্ত থাকতে হবে। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডকে আরও কার্যকর করতে হবে। যারা দায়িত্ব পালন করছেন তারা অযোগ্য ও অপদার্থ।

দেওয়ান আবদুল্লাহ : ক্রিকেট থেকে রাজনৈতিক মনোভাব দূরীকরণ, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন। অভিজ্ঞ কাউকে প্রেসিডেন্ট করা যার ক্রিকেটে ভালো জ্ঞান আছে। নির্বাচক পরিবর্তন, কোনো প্রাক্তণ কিংবদন্তি খেলোয়াড়কে নির্বাচক করা। খেলার মধ্যে আধুনিকায়ন করা। নতুন ব্যাটসম্যান তৈরি করা। পিওর লেগ স্পিনার তৈরি করা। ফিনিসার তৈরি করা, যে শেষ দিকে ১৫০+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে। স্বজনপ্রীতিতে দল গঠন না করা। কোচ পরিবর্তন, অস্ট্রেলিয়ান কোচ হলে ভালো।

এমএ আলী : সর্বপ্রথম পাপন সাহেবের উচিত নিজে সরে গিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়া যিনি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। তারপর প্রধান কোচের পদত্যাগ করা, যেটা করেছে পাকিস্তানের ইনজামাম উল হক। অনেক তো আমরা বিদেশি কোচের অধীনে খেললাম। এবার না হয়…। নিজের জন্মভূমির প্রতি যতটা আপনি করবেন বিদেশি কোচরা কিন্তু কখনোই তা করবে না।

এম আবদুল্লাহ আল মামুন : খেলোয়াড়দের মধ্য থেকে বৈষম্য তুলে ফেলতে হবে। বৈষম্য করা না হলে ইমরুল কায়েসকে দলের বাইরে থাকতে হতো না। এখানে রাজনৈতিক ফ্যাক্টর আছে কি না তাও বিবেচ্য বিষয়। অভিজ্ঞ খেলোয়াড়দেরকেও মূল্যায়ন করতে হবে। সাংবাদিকরা যৌক্তিক প্রশ্ন করলে নান্নুদের এড়িয়ে যাওয়ার স্বভাব দেখলেই বোঝা যায় এরা বিশেষ কোনো স্বার্থে কাজ করছে, ক্রিকেটের স্বার্থে নয়। আসলে ক্রিকেট নিয়ে অনেক সমস্যাই বলা যাবে, বলে তো লাভ নেই। আগে বিসিবির কর্মকর্তারা পরিবর্তন হোক, দেখবেন বাকি সমস্যার সমাধান হয়ে গেছে।

ইমতিয়াজ হায়দার নিশান : যারা দায়িত্বে আছেন তারা শুধু একটা দিকেই আগাচ্ছেন। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের বিকল্প বের করার জন্যে। অথচ ১৩ বছর ধরে আশরাফুল ক্রিকেট খেলেন না। ১৩ বছর পরেও আমরা একজন আশরাফুল তৈরি করতে পারি নাই। যেখানে ১৩ বছর ধরে ক্রিকেট না খেলা আশরাফুলের বিকল্প নেই, সেখানে তামিম, মুশফিক, রিয়াদের বিকল্প খুঁজে কীভাবে। এই মানসিকতা থেকে বের হতে হবে। সিনিয়রদের বলতে হবে তোমাদের সেরাটা তোমরা খেলো আর পাশাপাশি তরুণদের দিকনির্দেশনা দিয়ে তুলে আনো। তামিম, মুশি, রিয়াদ, সাকিবদের এক একজন কোচ হিসেবে চিন্তা করতে হবে। দেশিও কোচদের মূল্যায়ন করুন। বিজয়, ইমরুল, সৈকতসহ বেশ কিছু ভালো মানের প্লেয়ার আছেন, তাদের প্রতি মূল্যায়ন করতে শিখতে হবে৷

মো. জীবন মোহাম্মদ : আমি একজন প্রবাসী। আমি মনে করি, ক্রিকেটে নতুন কিছু আইন করতে হবে। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব উপকার হবে। আমি বিদেশে পাকিস্তান, মিশরের লোকদের সঙ্গে চাকরি করি। তারা যে পরিমাণ পরিশ্রম করতে পারে, ঠিক সেই রকম পরিশ্রম আমরা বাংলাদেশিরা কেউ করতে পারি না। আমাদের ক্রিকেটারদের খাওয়া-দাওয়ার ব্যাপারে বেশি নজর দিতে হবে। পাশাপাশি জাতীয় দলে সুযোগ পেয়ে কেউ জেনে বিয়ে না করতে পারে, সেই রকম একটা আইন করতে হবে। পাশাপাশি বিসিবি যেন জেলা, উপজেলার প্রতি আরও বেশি নজর দেয়। জেলায় অনেক ভালো ভালো ক্রিকেটার থাকে কিন্তু টাকা-পয়সার অভাবে তারা বিসিবির দরজায় আসতে পারে না। আমাদের জাতীয় টিমে স্বজনপ্রীতি দূর করতে হবে। যোগ্যতা দিয়ে জাতীয় টিমে চান্স ও সুযোগ তৈরি করে দিতে হবে। পাকিস্তানের এক ভাইয়ের থেকে জানা, তাদের ক্রিকেটারদের ভাত খেতে দেওয়া হয় না। তাই আমাদের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে।

বিএম হানিফ হোসাইন : বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বেহাল। এর থেকে উন্নতি করতে হলে সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আরো দূরদর্শি হতে হবে। আরো ভালো মানের কোচ নিয়োগ দিতে হবে। সব খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধি, ফিটনেস উন্নতি ও দৃঢ় মনোভাব থাকতে হবে এবং সকলকে টিমের লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো নির্বাচকদের পরিবর্তন করতে হবে। সঠিক টিম নির্বাচন করতে হবে। সর্বোপরি সঠিক তদন্তের মাধ্যমে যেসব সেক্টরে ত্রুটি রয়েছে সব ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজের দিকে না তাকিয়ে দলের জন্য সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আশা করি সফলতা আসবে।

মো. তারেক হাসান মামুন : যে ব্যাটসম্যান পরপর তিন ম্যাচ ৩০ এর ওপর রান পাবে না পরের ম্যাচে তিনি বাদ। বলার পর পর তিন ম্যাচ উইকেট না পেলে পরের ম্যাচ থেকে বাদ। কোনো খেলোয়াড় বাথরুম উদ্বোধন করতে যেতে পারবে না, কোনো পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে না; এগুলো চুক্তিতে থাকতে হবে। ভালো লাগলে ক্রিকেট খেলো, না লাগলে মাঠে কৃষিকাজ করো। দেশের টাকা নষ্ট করার দরকার নেই। তাহলে বাংলাদেশ ক্রিকেটে উন্নয়ন হবে।

এফ আর অন্তর : বেতন কমিয়ে কমিশন/টার্গেট সিস্টেম করা হোক। কোনো খেলোয়াড় বিজ্ঞাপনের কাজ করতে পারবে না। সেই নিয়ম করা হোক। আর বোর্ডে কেউ দুই বছরের বেশি থাকতে পারবে না, সে নিয়মও করা হোক।

গ্রন্থনা : আব্দুল্লাহ আল মাছুম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১০

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১১

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১২

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৩

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৪

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৫

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৬

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৭

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৮

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৯

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

২০
X