কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি : কাদের

ওবায়দুল কাদের। পুরোনো ছবি
ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। দলটির বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক-সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ। তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সোমবার (২৯ জুলাই) ১৪ দলের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এখন এ সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত দিক সঠিকভাবে দেখে সরকার সিদ্ধান্ত নেবে, যাতে কোনো ফাঁকফোকর দিয়ে এ বাংলাদেশে তারা আর কোনো সুযোগ না পায়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ইস্যুতে কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সবাই নিরীহ। তাহলে কারা নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে? কারা নারকীয় বর্বরতা চালিয়েছে? সারা দেশ দেখেছে, কী করেছেন আপনারা। এ ঘটনাপ্রবাহে আমরা আক্রান্ত, আক্রমণকারী নই। এখন আক্রান্তদের অপবাদ দেওয়া হচ্ছে। নিরস্ত্র ব্যক্তিরা সশস্ত্রদের দ্বারা আক্রান্ত হয়েছেন। আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে কারা সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কোথা থেকে নির্দেশ এসেছে, উসকানি এসেছে, কোথায় কোথায় বৈঠক হয়েছে, কারা অর্থ দিয়েছে সবই আমরা জানি। আমাদের কাছে তথ্য আছে। সব ষড়যন্ত্র জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট। এখন আবোলতাবোল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই। ফখরুলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, কাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য করছেন? স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে!

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতি উৎসাহী হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, সতর্ক থাকবে হবে আমাদের সবাইকে। এ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব-আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৩ জন কারাগারে

নিজ গ্রামের কবরস্থানে সমাহিত হবেন ছাত্রদল নেতা সাম্য

ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার

সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি ছাত্রশিবিরের

ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঘরে বসে মিলবে ডিএনসিসির ট্রেড লাইসেন্স, দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

শিক্ষার ওপর ভ্যাট নয়, প্রয়োজন সহযোগিতা

কুয়েতে যেতে করণীয় কী, জানালেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মো. খায়রুল হাসান 

গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

১০

মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

১২

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপাচার্য-কোষাধ্যক্ষ

১৩

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

১৪

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতারা, সাধারণ শিক্ষার্থীদের ‘না’

১৬

সাংবাদিক মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউর নিন্দা 

১৭

আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি

১৮

৫-১০ টাকা জীবনে এত আনন্দ আনতে পারে ভাবিনি : ড. ইউনূস

১৯

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার মাত্র : মঈন খান

২০
X