গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর দারুস সালাম থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন : নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে শেখ রফিকুল ইসলাম বাবলুসহ তিনজনকে আটক করে পুলিশ।
মন্তব্য করুন