গত শুক্রবার ঢাকায় গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার জালালাইন জামাতের ছাত্র হাফেজ রেজাউল করীম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম এক বিবৃতিতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তারা বলেন, ‘হাফেজ রেজাউলকে হত্যার দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির ব্যবস্থা না করলে চলমান সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।’
নেতৃদ্বয় বলেন, ‘গত শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত সরকারদলীয় কথিত শান্তি সমাবেশের বলি হাফেজ রেজাউল। ব্যক্তিগত প্রয়োজনে বায়তুল মোকাররম এসেছিলেন রেজাউল। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিশ্চয় তা জানেন।’
‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো গোটা বাংলাদেশের ইসলামপন্থি ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।’
আরও পড়ুন : পরিস্থিতি যাই ঘটুক, আমরা নির্বাচনে অংশ নেব : বিএনএফ সভাপতি
মন্তব্য করুন