আওয়ামী লীগ সরকার জনগণের টাকা দিয়ে ভাড়াটে ভুয়া পর্যবেক্ষক এনে জাতির সাথে নির্লজ্জ প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বে পরিচালিত যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। জোটটি বলেছে, এর মধ্য দিয়ে সরকার দেশবাসীর সামনে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, আওয়ামী লীগের এই জঘন্য প্রতারণার চিত্র জাতির সামনে উম্মোচিত হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে রাজধানীর পুরানা পল্টনে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভায় জোটের নেতারা এসব কথা বলেন। তারা এ ঘটনায় ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানান।
জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহসভাপতি শওকত আমিন, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু প্রমুখ।
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
জোট নেতারা বলেন, প্রশাসনের কর্মকর্তাদের মনমরা ভাব দেখে প্রধানমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে- জনগণের গণআন্দোলনে ভীত হয়ে এই সরকারের দোসররা পালাবার পথ খুঁজছে। এক দফা আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় সংকল্প ও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন