কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান টিপুর

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর ও বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের কোথাও স্থান হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে ৩নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে টিপু এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তদের লালপুর ও বাগিতাপাড়ায় কোথাও স্থান হবে না।

আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের ‘জাতীয়তাবাদী সূর্যসৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। টিপু অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের স্থান বাগাতিপাড়া বিএনপিতে নেই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবে, তাদেরকে চিহ্নিত করে রাখা হবে।

তারেক রহমানকে ছাত্র-জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট, মাফিয়া, স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।

তাইফুল ইসলাম টিপু বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বাগাতিপাড়া বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কোনো কাজে লিপ্ত হলে বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিবে।

কর্মিসভায় নেতাকর্মীদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি এবং সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তাইফুল ইসলাম টিপু বলেন, আমাদের উদ্দেশ্য সময়োপযোগী করে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন কর্মী সৃষ্টি করা।

তিনি বলেন, শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। এ সময় নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা প্রদান করেন টিপু।

বাগাতিপাড়া ৩নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু, বাগাতিপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনসার আলী সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন, নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকারসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X