কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে কেউ দানব হতে পারবে না’

সভায় শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা
সভায় শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা

সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ফ্যাসিস্ট বা দানবে পরিণত হতে পারবে না।

শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের ইম্পেরিয়াল হোটেলে এনপিপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী সরকার ৩০০ আসনের মধ্যে ২৮০ আসন পেয়ে ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হয়েছিলো এবং দানবে পরিণত হয়েছিলো। তাদের সময় দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বাংলাদেশের জনগণের নাভিঃশ্বাস উঠেছিলো। যার পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার আন্দোলোনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হন।

এনপিপির এই আহ্বায়ক বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য অনেকগুলো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়েছে। আমরা তাদের সাথে একমত। আমরাও আনুপাতিক হারে সংসদ নির্বাচন চাই। জাতীয় নির্বাচন ছাড়া দেশে বিদ্যমান সংকট উত্তরণের কোনো পথ নেই। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

এনপিপির দলীয় অবস্থান তুলে ধরে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি কখনোই ১৪ দলীয় জোটের শরিক ছিল না এবং মহাজোটেরও শরিক ছিল না। মরহুম শেখ শওকত হোসেন নিলু একটি লক্ষ্য নিয়ে এনপিপি গঠন করেছিলেন। এনপিপির নিজস্ব একটা ধারা এবং স্লোগান ছিল। সেই স্লোগান হচ্ছে- মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। এনপিপি এখনো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এনপিপি দলকে শক্তিশালী করা এবং দলীয় আম প্রতীককে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে।

এনপিপির এই আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা, শ্রমিক-মেহনতী মানুষ নিহত হয়েছেন, তাদের সবাইকে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এছাড়া যারা আহত হয়েছিলেন, তাদের সুচিকিৎসা বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকারের কাছে আবেদন করবো, তাদের খুব দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য।

শেখ ছালু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশসহ বিশ্বের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাকে বলতে চাই, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রধান উপদেষ্টা। কিছু ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই এই সরকারের মঙ্গল কামনা করে। তাই আপনার কাছে আবেদন থাকবে, ১৪ দলীয় জোট বাদ দিয়ে নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে সংস্কারের বিষয়ে অবহিত করা হোক।

এনপিপির সদস্য সচিব আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), এনপিপি’র যুগ্ম আহ্বায়ক মিসেস মর্জিনা খান আঞ্জু, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এমাদুল হক রানা, চট্টগ্রাম মহানগর সভাপতি মো. কামাল পাশা, ঢাকা মহানগর দক্ষিণ এনপিপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সুমন, ন্যাশনাল পিপলস্ যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলু ও দলের প্রয়াত সকল নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর এনপিপির আহ্বায়ক মাওলানা ইসরাফিল হোসেন সাভারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

১০

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

১১

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

১২

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

১৩

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

১৪

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১৫

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১৬

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১৭

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৮

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৯

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

২০
X