কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন : সাকী

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন জোনায়েদ সাকী। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন জোনায়েদ সাকী। ছবি : সংগৃহীত

এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে এখন বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য। এ তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরাই আবারও সুবিধা নেবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা দেশে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরে সবার ওপরই নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।

এদিকে ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত ছবিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কেউ ছবি তুলতে চাইলে উনার পক্ষে না করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ভারতের ওই পত্রিকায় সাক্ষাৎকারের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন, এই সাক্ষাৎকার তিনি দেননি।

‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অফিসে যে কেউ আসতে পারেন। বিএনপি সবসময় উন্মুক্ত রাজনীতি করে- পল্টন বা গুলশান, সব অফিসই সবার জন্য খোলা। বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে গিয়ে মহাসচিবের সঙ্গে ছবি তোলেন, সেটি ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে শুধু একটি ছবি দিয়ে এটা প্রমাণ করা যায় না যে তিনি ‘এই সময়’-কে সাক্ষাৎকার দিয়েছেন।

এর আগে, ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।

এতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লিখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় বরিশালে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুণ্ন করেছে : ঢাবি সাদা দল

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় আছে : শিক্ষা উপদেষ্টা 

২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি

স্যারের এই সরলতা বিশ্বে বিরল : রাশেদ খান

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

‘খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে’

পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিশ্ব হার্ট দিবসে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ করবে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল

১০

সম্পর্কে জড়ানোর আগে এই ৫ বিষয় না ভেবে ভুলেও এগোবেন না

১১

সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা

১২

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

১৩

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ

১৪

মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হলেন মাসুদ হোসেন আলমগীর

১৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা

১৬

নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেফটিক ট্যাংকে

১৭

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে চাকরির সুযোগ

১৮

চাঁদপুর-চট্টগ্রাম রুটে নতুন ট্রেনের দাবি

১৯

এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন : সাকী

২০
X