কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না : আমীর খসরু

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। তিনি উল্লেখ করেন, যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না।

তিনি বলেন, বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, সেটি উপলব্ধি ও গ্রহণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। আমরা দেশে রাজনীতিকে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণের সুযোগ পায়।

তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা করেছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রিক করা হবে, অর্থনীতিকেও গণতান্ত্রিক করা হবে। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও অর্থনৈতিক সুফল ভোগ করতে পারবে। একইভাবে খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পায়।

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ সবারই জানা। ইতোমধ্যে সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে, যা কেবলমাত্র সূচনা মাত্র। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারের মতো সব ধরনের খেলাধুলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সম্ভাবনা অনুযায়ী অংশ নিতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলা নিয়ে একটি বড় স্বপ্ন বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজে মনোযোগ ধরে রাখার ৫ কৌশল

রূপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রবাসীর ৫ খণ্ড মরদেহ উদ্ধার

রান্নাঘরের কেবিনেট পছন্দ করার কিছু সহজ টিপস ও পরামর্শ

সাত দাবিতে ২০ জেলায় জাগপার বিক্ষোভ মিছিল

চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে : রাশেদ 

আফগান সিরিজে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

বিদেশে বসে ফেসবুক পোস্ট, দেশে চুরি হওয়া গাড়ি উদ্ধার

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১০

ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

আজ সেলেনা গোমেজের বিয়ে

১৩

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’

১৪

জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান

১৫

ফুটন্ত দুধের হাঁড়িতে পড়ে গেল শিশু, অতঃপর...

১৬

সালমানের ‘কুমারত্ব’ নিয়ে যা বললেন টুইঙ্কল খান্না

১৭

গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না : আমীর খসরু

১৮

এশিয়া কাপ শেষে আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ

১৯

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ

২০
X