কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক নারীমঞ্চের আত্মপ্রকাশ

গণতান্ত্রিক নারীমঞ্চের আত্মপ্রকাশ। ছবি : কালবেলা
গণতান্ত্রিক নারীমঞ্চের আত্মপ্রকাশ। ছবি : কালবেলা

‘গণতান্ত্রিক নারীমঞ্চ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের নারী সংগঠন ও নারী প্রতিনিধিরা একত্রিত হয়ে নতুন এই সংগঠনটি গঠন করেছেন।

আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনে দারুসসালাম আর্কেডে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনটির ঘোষণা দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী। তিনি নতুন এই নারী জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বহ্নিশিখা জামালী বলেন, দেশ আজ এক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে। গত দেড় দশক ধরে একটা অগণতান্ত্রিক ও অবৈধ সরকার দেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে। এদের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ চরম বিপদগ্রস্ত, আর জনগণের অবস্থা ত্রাহী ত্রাহী। এদের চুরি, দুর্নীতি আর অপশাসনে দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। এই পরিস্থিতির বড় শিকার দেশের নারী সমাজ। এই পরিস্থিতি থেকে বাঁচতে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দিতে ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চসহ বিরোধীদলগুলো রাজপথে গণআন্দোলন এগিয়ে নিয়ে চলেছে। ছাত্র, শ্রমিক, সংস্কৃতি কর্মী, যুবসহ বিভিন্ন পেশাজীবীরাও এই আন্দোলনে নেমে পড়েছে।

তিনি বলেন, দেশবাসীর ন্যায্য এই আন্দোলনে ভূমিকা রাখতে গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের নারী সংগঠন ও নারী প্রতিনিধিরা একত্রিত হয়ে গঠন করেছেন ‘গণতান্ত্রিক নারীমঞ্চ’। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে ভোটের অধিকার, গণতন্ত্র, নারীর অধিকার ও মুক্তি অর্জনে গণতান্ত্রিক নারীমঞ্চ আন্দোলন অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে নারীমঞ্চের ১২ দফা দাবিনামা পেশ করা হয়।

১. রাষ্ট্র ও সমাজ জীবনের সকল ক্ষেত্রে নারীর প্রতি পুরুষতান্ত্রিক ও শ্রেণিগত শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে হবে। নারীদের মজুরি বৈষম্যের অবসান করতে হবে। পরিবার ও গৃহস্থালি শ্রমের উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে অভিবাসী নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। বিদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং সেসব আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে প্রতিটি দল থেকে কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্য মনোনয়ন দিতে হবে।

৩. সম্পত্তির ওপর নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। বিদ্যমান পারিবারিক আইন ও উত্তরাধিকার আইনের ক্ষেত্রে বৈষম্য দূর করে ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু করতে হবে।

৪. নারীর গণতান্ত্রিক অধিকার ও মর্যাদাবিরোধী সব আইন ও বিধিবিধান বিলোপ করতে হবে। নারীর অধিকার, মর্যাদা ও সম্মান হানিকর যাবতীয় বিজ্ঞাপনী ও ধর্মান্ধ প্রচারণা বন্ধ করতে হবে। নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রায় অনুযায়ী ফতোয়া নিষিদ্ধ করতে হবে। ঘরে, বাইরে, কর্মস্থলে নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. নিরাপদ মাতৃত্ব নিশ্চিত ও কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করতে হবে। প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে। বাল্যবিয়ে রোধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

৬. যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, নারী ও শিশু অপহরণ-পাচারের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়নবিরোধী নীতিমালা যথাযথভাবে কার্যকর করতে হবে। তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সুরক্ষা দিয়ে তাদের মর্যাদা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারীর পোশাক নিয়ে কটূক্তি ও অরুচিকর যাবতীয় তৎপরতা বন্ধ করতে হবে।

৭. আদিবাসী ও প্রান্তিক নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নিশ্চিত করতে হবে।

৮. পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসায় পারিবারিক আদালত চালু ও তা কার্যকরী করতে হবে।

৯. খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। গ্যাস, বিদ্যুৎ, পানির দাম ও বাসাভাড়া কমাতে হবে। মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আয়ের সাথে সংগতিহীন সকল অর্থসম্পদ বাজেয়াপ্ত করতে হবে। খেলাপি ঋণ, কালো টাকা ও পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

১০. জাতীয় অর্থনীতিতে বিদেশ-নির্ভরতা কমিয়ে আনতে হবে। নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। নারী উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা ও সহযোগিতা প্রদান করতে হবে।

১১. সাইবার সিকিউরিটি আইনসহ হয়রানি ও নিপীড়নমূলক সকল কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত সকল মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে।

১২. ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে যুগপৎ আন্দোলনের একদফা ও ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১১

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১৬

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৮

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X