দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর ফকিরাপুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ফকিরাপুল রূপালী ব্যাংকের সামনে থেকে ফকিরাপুল পানির ট্যাঙ্কি পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, সহসভাপতি তানভীর আজাদী সাকিব, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি, আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), তানভীর বারী হামীম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খান, যুগ্ম-সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার।
এ ছাড়া ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মো. সজীব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক রাসেল, সহদপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সহসম্পাদক আসাদুজ্জামান আসাদ, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য রাকিব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন বিশাল, সহসম্পাদক স্বাধীন আহমেদ, সহসম্পাদক নোমান, তিতুমীর কলেজের আঁখি হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সাবেক প্রচার সম্পাদক সাখিদার মো. জহুরুল ইসলাম ছনি, সহসভাপতি মো. আব্দুল মোতালিব, যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সামিউল সরকার সুজন, তামিম খান, মো. সাজিব মিয়া, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রবিউল ইসলাম, লিসানুল আলম লিসান, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, শহীদুল ইসলাম, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান চন্দন, ছাত্রনেতা ইমরান হোসেন, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, হাতিরঝিল থানা ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইসমাইল, শাহবাগ থানা ছাত্রদল নেতা এস এ শামীম আহমেদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন