কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহ বিভাগ

বৈধ প্রার্থী ১৪৮, মনোনয়ন বাতিল ৫৫

ময়মনসিংহ বিভাগের ম্যাপ।
ময়মনসিংহ বিভাগের ম্যাপ।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ২০৩ জন প্রার্থীর মধ্যে ১৪৮ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫৫ জনের বাতিল হয়েছে। যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সবাই বৈধ হয়েছেন। নৌকা প্রতীকের কারও মনোনয়ন বাতিল হয়নি। তবে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন দলের বেশি।

ময়মনসিংহ

জেলায় ১১টি আসনে ১০৬ জন প্রার্থীর মধ্যে ৮৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ২২ জনের বাতিল করা হয়েছে। ময়মনসিংহ-১ আসনে আটজনের মধ্যে সাতজনের বৈধ ও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের জুয়েল আরেং সহ অনেকেই। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ খান (জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি)। ময়মনসিংহ-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে নয়জনের বৈধ ও একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের শরীফ আহমেদ, এনায়েত হোসেন মন্ডল (জাতীয় পার্টি) সহ সাতজন। মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র এডভোকেট আবু বকর ছিদ্দিক।

ময়মনসিংহ-৩ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ১৩ জনের বৈধ ও দুই জনের বাতিল হয়েছে। বৈধদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী. নাজিম উদ্দিন আহমেদ (বর্তমান এমপি), নাজনীন আলম (জেলা আ.লীগের উপদেষ্টা) প্রমুখ। বাতিল হয়েছে স্বতন্ত্র ড. একেএম আব্দুর রফিক (জেলা আওয়ামী লীগের সদস্য), মোশাররফ হোসেন আজাদের মনোনয়নপত্র।

ময়মনসিংহ-৪ আসনে ১২ প্রার্থীর মধ্যে সবার মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহিত উর রহমান শান্ত, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী: আমিনুল হক শামীম (জেলা আওয়ামী লীগের সহসভাপতি), আবু মো. মুসা সরকার (জাতীয় পার্টি) প্রমুখ।

ময়মনসিংহ-৫ আসনে ১০জন প্রার্থীর মধ্যে সাতজনের বৈধ ও তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই আকন্দ সহ অনেকেই। বাতিল হয়েছে, স্বতন্ত্র বদর উদ্দিন আহমেদ (সদস্য জেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম (কেন্দ্রীয় সহ-সভাপতি), ফয়জুর রহমানের মনোনয়নপত্র।

ময়মনসিংহ-৬ আসনে ১০ প্রার্থীর মধ্যে ছয়জনের বৈধ ও চারজনের বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র খন্দকার রফিকুল ইসলাম (জাপার বিদ্রোহী), প্রফেসর ড. আব্দুল মান্নান (নৌকার বিদ্রোহী), সেলিমা বেগম সালমা (এমপিকন্যা) ও স্বতন্ত্র জাহাঙ্গীর আলম খানের।

ময়মনসিংহ-৭ আসনে ১১ প্রার্থীর মধ্যে নয়জনের মনোনয়পত্র বৈধ ও দুইজনের বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র আব্দুল মনসুর ফকির ওবাবুল আহেম্মেদের মনোনয়নপত্র।

ময়মনসিংহ-৮ আসনে আটজনের মধ্যে পাঁচজনের বৈধ ও তিনজনের বাতিল হয়েছে। বাতিলদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র কানিজ ফাতেমা, খিজর হায়াত খান ও একেএম ওয়াহিদুজ্জামান।

ময়মনসিংহ-৯ আসনে ছয়জনের সবার মনোননয়পত্র বৈধ হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে ছয়জনের মধ্যে চারজনের বৈধ ও দুই জনের বাতিল হয়েছে। তাদের মধ্যে আছেন, বিদ্রোহী স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র এডভোকেট কায়সার আহাম্মদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ আবুল হোসেন দীপুর মনোনয়নপত্র।

ময়মনসিংহ-১১ আসনে ১০ জনের মধ্যে ছয়জনের বৈধ ও চারজনের বাতিল প্রার্থীদের মধ্যে রয়েছেন, এমএ ওয়াহেদ (জেলা আওয়ামী লীগের সহসভাপতি), এবিএম জিয়া উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), স্বতন্ত্র আব্দুর রহমান ফকির, কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন)।

শেরপুর

শেরপুরে তিনটি আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৬ জনের। শেরপুর-১ যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা আটজন ও দুই জনের মনোনয়পত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে আছেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দিন।

শেরপুর-২ আসনে চারজনের মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ও একজনের বাতিল করা হয়েছে। বাতিলের মধ্যে আছেন, তৃণমূল বিএনপির প্রার্থী মো. জায়েদুর রশীদ শ্যামল।

শেরপুর-৩ আসনে আটজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ও তিনজনের বাতিল হয়েছে। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাজা, সাবেক এমপি পুত্র মোহসিনুল বারী রুমি ও প্রবাসী আওয়ামী লীগ নেতা এইচএম ইকবাল হোসেন অন্তরের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জামালপুর

জেলার পাঁচটি আসনে ২৫ জনের মনোনয়ন বৈধ ও ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামালপুর -১ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের বৈধ ও তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিলদের মধ্যে আছেন, জিয়াউল হক ( স্বতন্ত্র), মাহবুবুল হাসান (স্বতন্ত্র) ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা।

জামালপুর -২ আটজন প্রার্থীর মধ্যে তিনজনের বৈধ ও পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিলদের মধ্যে রয়েছেন, স্বতন্ত্র জিয়াউল হক জিয়া ( উপদেষ্টা, জেলা আ.লীগ), স্বতন্ত্র এসএম শাহিনুজ্জামান শাহীন ( সদস্য, জেলা আ.লীগ) ও স্বতন্ত্র শাহজাহান আলী মণ্ডল, ( সভাপতি, ঢাকা বিমানবন্দর থানা আ.লীগ) ও হালিম মণ্ডল ( জাকের পার্টি) ও স্বতন্ত্র নুরুল ইসলাম।

জামালপুর -৩ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়পত্র বৈধ ও বাতিল হাওয়া একজন হলেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম।

জামালপুর -৪ আসনে নয়জনের মধ্যে সাতজনের বৈধ ও দুই জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন বাদশা ( সভাপতি, উপজেলা আ.লীগ) ও তারিখ মাহাদী (বিএনএফ)।

জামালপুর- ৫ আসনে ১১ প্রার্থীর মধ্যে আটজনের বৈধ ও বাতিল হয়েছে তিনজনের মনোননয়পত্র। বাতিলদের মধ্যে আছেন, মোহাম্মদ আলী (স্বতন্ত্র), জাকির হোসেন ( স্বতন্ত্র) ও আ. করিম সরকার (বাংলাদেশ কংগ্রেস)।

নেত্রকোনা

জেলার পাঁচ আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের বৈধ ও ১৩ জনের বাতিল করা হয়েছে। নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে ছয়জনের মধ্যে চারজন বৈধ ও ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন, আফতাব উদ্দিন (আওয়ামীলীগের বিদ্রোহী-স্বতন্ত্র) ও ছমির উদ্দিন (জাকের পার্টি)।

নেত্রকোনা- ২ ( সদর-বারহাট্টা) আসনে নয়জনের মধ্যে ছয়জনের বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন সুব্রত সরকার (স্বতন্ত্র), আমজাদ হোসেন ঠাকুর (ন্যাশনাল পিপলস পার্টি), মাজহারুল ইসলাম খা (বাংলাদেশ কংগ্রেস)।

নেত্রকোনা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ১০ প্রার্থীর মধ্যে সাতজন বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিলদের মধ্যে আছেন, আব্দুল মতিন (স্বতন্ত্র), আসাদুজ্জামান খান (ন্যাশনাল পিপলস পার্টি), রিগান আহমেদ (কৃষক শ্রমিক জনতা লীগ)।

নেত্রকোনা- ৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে পাঁচজনের মধ্যে তিনজনের বৈধ ও দুই জনের বাতিল হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন, শফী আহমেদ (স্বতন্ত্র) ও (তৃণমূল বিএনপি) মোহাম্মদ আল মামুন।

নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে ও তিনজনের বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলদের মধ্যে অন্যরা হলেন মো. মিসবাহুজ্জামান চন্দন (স্বতন্ত্র), মাজহারুল ইসলাম সোহেল ফকির (স্বতন্ত্র)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজের অর্থ আত্মসাৎ করে লন্ডনে পাড়ি জমালেন শিক্ষক দম্পতি

তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ : চসিক মেয়র

আখাউড়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বিবিসির বিশ্লেষণ / তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরোধিতা করে পাকিস্তানকে সাহায্য করেছে?

সমাজে ভারসাম্যের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই : নূরুল ইসলাম বুলবুল 

ইউনাইটেড হাসপাতালের ৩০ কোটি টাকা কর বকেয়া : ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রামে কার্ডিওলজি বিশেষজ্ঞদের মিলনমেলা

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির আনন্দ মিছিল

পুলিশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে ফের অটোরিকশার দাপট চট্টগ্রামে

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল খেলাফত মজলিস

১০

স্থানীয় সরকারকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের

১১

দেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না : আমীর খসরু

১২

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই : সংস্কার কমিশনের প্রধান

১৩

গোসলের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

১৪

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের খোঁজ নিলেন তারেক রহমান 

১৫

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

১৬

এতিমদের খাওয়ালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

১৭

নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর প্রতি ডিআইজি মল্লিকের কড়া হুঁশিয়ারি

১৮

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

১৯

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে আ.লীগের প্রচারণার বিষয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

২০
X