ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম আদাবর এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) আদাবর বায়তুল আমান হাউজিং জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এ কুশল বিনিময় করেন।
পরে তিনি মোহাম্মদপুর ও আদাবরে বিএনপির কারাবন্দি ও নির্যাতিত নেতাকর্মীদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক নেতা রফিক হাওলাদার, বিএনপির তথ্য-প্রযুক্তি দপ্তরের ক্রু -কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, আদাবর থানা বিএনপির আহ্বায়ক হাজি নাসির উদ্দীন, যুগ্মআহ্বায়ক মনোয়ার হাসান জীবন, মাসুম বাবুল, মোহাম্মদ হানিফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন টুয়েল, প্রচার দলের উত্তরের আহ্বায়ক আজমিন জাফর ইকবালসহ আদাবর ও মোহাম্মদপুর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন