কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর চাচা ও মামার সামনে কি স্ত্রীর পর্দা করতে হবে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসলামে নারী-পুরুষ উভয়ের জন্যই পর্দা করা ফরজ। এটা কোরআন ও হাদিসের অকাট্য একটি বিধান। তাই যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতেই এটা মানতে হবে। পালন করতে হবে। কোনোভাবেই লঙ্গন করার সুযোগ নেই। পুরুষের জন্য আত্মীয় বা মাহরাম কিছু নারী ছাড়া অন্য অনাত্মীয় নারীদের সঙ্গে পর্দা করা ফরজ। একইভাবে নারীদের জন্যও অনাত্মীয় পুরুষদের সামনে নিজেদের সংযত রাখা, শারীরিক সৌন্দর্য প্রকাশ না করা ফরজ।

কিন্তু আমাদের দেশে অনেকে মনে করেন, স্বামীর চাচা বা মামার সামনে অর্থাৎ চাচাশ্বশুর কিংবা মামাশ্বশুরের সামনে স্ত্রী বের হতে পারবেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। এটা একটি ভুল চিন্তা।

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন নারীর চাচা ও মামা তার মাহরাম। অর্থাৎ তাদের সামনে ওই নারী বের হতে পারবেন। কিন্তু স্বামীর চাচা ও মামা অর্থাৎ চাচাশ্বশুর এবং মামাশ্বশুর কখনোই স্ত্রীর মাহরাম হবেন না। তাই তাদের সামনে অবশ্যই পর্দা করতে হবে। এটা ফরজ।

মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত রয়েছেন। আর মুমিন নারীদের বল, যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীন যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারও কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। নারীরা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা নুর : ৩১)

উল্লিখিত আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, বৈবাহিক সম্পর্কে মাধ্যমে ফুফু, খালা, মামা, চাচা মাহরাম গণ্য হন না। কাজেই স্বামীর জন্য স্ত্রীর খালা ও ফুফুর সঙ্গে পর্দা করা ফরজ। একইভাবে স্ত্রীর জন্য স্বামীর চাচা ও মামার সঙ্গে পর্দা করা ফরজ।

হ্যাঁ, বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও পুরুষ নারীর ও নারী পুরুষের মাহরাম হয়, দেখা দেওয়া বৈধ হওয়াসহ মাহরামের যাবতীয় বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আয়াতে স্বামীর পিতৃপুরুষদের নারীর মাহরাম বলা হয়েছে অর্থাৎ স্বামীর বাবা, দাদা, পরদাদা স্ত্রীর জন্য মাহরাম। শাশুড়ির বাবা অর্থাৎ দাদা শ্বশুরও স্ত্রীর জন্য মাহরাম। একইভাবে স্ত্রীর মা, নানি, ও পরনানি স্বামীর জন্য মাহরাম। শ্বশুরের মা, দাদিও তার জন্য মাহরাম। পুরুষের জন্য রক্তসম্পর্কিত ফুফু ও খালা মাহরাম, নারীর জন্যও রক্তসম্পর্কিত মামা ও চাচা মাহরাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোর্ড সভাপতির নাম প্রকাশ

গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ

দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি : ইসি তাহমিদা

গাজীপুরে রাসায়নিক গুদামে আগুন : মালিকদের বিরুদ্ধে মামলা

জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব : সেনা কর্মকর্তা

খাওয়ার পর মাত্র ২ মিনিট হাঁটলেই কী ঘটে, যা বলছে গবেষণা

মাগরিবের পর পরই ঘুমানো কি জায়েজ?

ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে

নির্বাচন পেছাতে নতুন নতুন দাবি বোকার স্বর্গে বাস : দুদু

১০

পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি

১১

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না : সিইসি

১২

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস 

১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৪

অঞ্জলির মধ্য দিয়ে খুলনায় দুর্গোৎসব শুরু

১৫

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে পিসিবি

১৬

রিমান্ডের আদেশ শুনে ঢলে পড়লেন এনায়েত করিম, দেওয়া হলো মিষ্টি চকলেট

১৭

জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য : নিরাপদ খাদ্যের চেয়ারম্যান

১৮

আ.লীগ কর্মীকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যয়ন, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ

১৯

পারসাকে ‘রাখি সাওয়ন্ত’ বললেন পাভেল, ভিডিও ভাইরাল

২০
X