স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ আয়োজনে তৎপর ক্রীড়া উপদেষ্টা

আসিফ মাহমুদ (বাঁয়ে) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ (বাঁয়ে) ও টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি : সংগৃহীত

সূচি অনুযায়ী নারী টি-টোয়েন্টি হওয়া কথার আগামী ৩ অক্টোবর। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের। তবে শঙ্কার মুখে পড়েছে এ আয়োজন।

বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নারী বিশ্বকাপ নিয়ে আশার বাণী শুনিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নতুন ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’

দায়িত্ব গ্রহণের পর প্রথমে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিতে চান তিনি, ‘আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারই বসব। আমি সচিবের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।’

এ জন্য প্রধান উপদেষ্টা বড় ভরসা বলে উল্লেখ করেন তিনি, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কয়েক দিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।’

দীর্ঘদিন ধরে চেয়ার আগলে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এ সব জায়গায় পরিবর্তন আসা উচিত বলে মনে করেন আসিফ মাহমুদ, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’

অল্প বয়সে দায়িত্ব পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি তো মনে করি এ দায়িত্ব আমার কাছে কমপ্লিমেন্টারি। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সরকার পরিচালনায় ২৫ থেকে ৮৫ বছর পর্যন্ত মানুষ থাকছেন। অভিজ্ঞদের বিশাল অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তির মিশ্রণ রয়েছে।’

তারুণ্যের শক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান তিনি, ‘তারুণ্যের শক্তি দীর্ঘ সময় পর ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছে দেশকে। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞরা থাকবেন। তারা আমাকে সাফল্য পেতে সহায়তা করবেন বলে মনে করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে একা পেয়ে নারীকে ধর্ষণ, চালক-হেলপার কারাগারে

হাসপাতালে খালেদা জিয়া

হাতিয়ায় নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান আটক

রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

মানসিক সুস্থতা নিয়ে ৩ দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

জমি লিখে না দেওয়ায় বাবা-মার মাথা ফাটালেন ছেলে

ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মামুনুল হক

১০

ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের

১১

চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাল জামায়াত

১২

ব্যারিস্টার সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

১৩

কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

১৪

স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে : তারেক রহমান

১৫

রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন : মজিবুর রহমান 

১৬

‘আ.লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল’

১৭

ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ

১৮

এনডিএফের সংবাদ সম্মেলন / ‘ছাত্র আন্দোলনে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি’

১৯

বায়ান্ন ও আরটিভির সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

২০
X