স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হার পাকিস্তানের

জ্যাক লিচ অসাধারণ বোলিং করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ডোবান। ছবি : সংগৃহীত
জ্যাক লিচ অসাধারণ বোলিং করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ডোবান। ছবি : সংগৃহীত

জ্যাক লিচের অসাধারণ বোলিং পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ড মুলতানে পাকিস্তানকে ইনিংস ও ৪৭ রানে পরাজিত করেছে। আঘা সালমান ও আমের জামালের সাহসী প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ধস তাদের ২২০ রানে অলআউট করে দেয়, যার ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম একটি বিব্রতকর রেকর্ড নিজেদের করে নিল পাকিস্তান।

এটি টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ঘটল যে, একটি দল প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান করেও ইনিংসে পরাজিত হয়েছে। পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান সংগ্রহ করেছিল, তবে ইংল্যান্ড হ্যারি ব্রুক (৩১৭) ও জো রুটের (২৬২) বিশাল ইনিংসের উপর ভর করে ৮২৩/৭ ডিক্লেয়ার করে তাদের বিপক্ষে পাল্টা জবাব দেয়।

পাকিস্তান পঞ্চম দিন শুরু করে কঠিন পরিস্থিতিতে, ১১৫ রানে পিছিয়ে এবং মাত্র চারটি উইকেট হাতে ছিল। সালমান আঘা যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে নিয়ে দলকে কিছুটা আশা জোগান। তার ও জামালের ১০৯ রানের জুটি পাকিস্তানকে লিডের কাছাকাছি নিয়ে যায় এবং ম্যাচটিকে চতুর্থ ইনিংসে টেনে নেওয়ার আশা জাগিয়ে তোলে। জামাল সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান এবং শর্ট বলের মুখোমুখি হয়ে হেলমেটে আঘাত পেলেও নিজের ফিফটি সম্পূর্ণ করেন।

তবে শেষ দিনের নায়ক ছিলেন লিচ। তিনি প্রথমে সালমানকে এলবিডব্লিউ করে গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেন। রিভিউ নিয়েও সালমান (৬৩) বাঁচতে পারেননি। শাহীন আফ্রিদির সংক্ষিপ্ত ঝড়ো ইনিংসও বেশিদূর এগোতে পারেনি, কারণ লিচ একটি অসাধারণ রিটার্ন ক্যাচ নিয়ে তাকে ফিরিয়ে দেন।

পাকিস্তান যখন ৯ উইকেট পড়ে এবং আবরার আহমেদ হাসপাতালে থাকায় ব্যাট করতে পারেননি, তখন ইংল্যান্ডের জন্য জয় নিশ্চিত হয়। লিচ তার চতুর্থ উইকেট পান নাসিম শাহকে স্ট্যাম্প করে, যা পাকিস্তানকে ৬ রানে থামিয়ে দেয় এবং ইংল্যান্ডকে জয় উপহার দেয়।

শেষ দিনের তিনটি উইকেট শিকার করে লিচ ম্যাচ শেষ করলেও, ইংল্যান্ডের জয়ের ভিত্তি রাখা হয়েছিল তাদের বিশাল প্রথম ইনিংসে। ব্রুক ও রুটের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ড ৮২৩/৭ ডিক্লেয়ার করে, প্রায় দেড় দিন ধরে পাকিস্তানি বোলারদের গ্রাস করে রাখে তারা। নাসিম শাহের দুটি উইকেট সত্ত্বেও পাকিস্তানিরা ইংলিশদের চাপ সামাল দিতে ব্যর্থ হয়।

পাকিস্তানের জন্য এ পরাজয় ছিল টানা ষষ্ঠ এবং ঘরের মাঠে টানা ১১ ম্যাচে জয়ের অনুপস্থিতি, যা একসময় নিজেদের মাঠে অপ্রতিরোধ্য দলটির জন্য উদ্বেগজনক।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৫৫৬ ও ২২০ (আঘা সালমান ৬৩, আমের জামাল ৫৫*; জ্যাক লিচ ৪-৩০)

ইংল্যান্ড ৮২৩/৭ ডিক্লেয়ার (হ্যারি ব্রুক ৩১৭, জো রুট ২৬২; নাসিম শাহ ২-১৫৭)

ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৪৭ রানে জয়লাভ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ জন

বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী : প্রধান উপদেষ্টা

সাংবাদিককে মারধর করার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

ম্যাক্স-বিএসপিএ পুরস্কার, সেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর

বিএফআইইউর প্রধান নিয়োগ / আলোচনায় বিতর্কিতদের নাম, আর্থিক খাতে উদ্বেগ-শঙ্কা

হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

বিটিএস ‘আসক্তিতে’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর সত্যতা জানা গেল

১০

‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে’

১১

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

‘আ.লীগ ফিরে আসবে’ মন্তব্য করা সেই ইউএনও হলেন এডিসি

১৩

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

১৪

খুবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৫

মিরপুরে রোড ক্রসিংয়ে রং দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল

১৬

ক্ষমতাসীন কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি : ফয়জুল করিম

১৭

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ অপেক্ষমাণ : কায়াস মাহমুদ

১৮

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

১৯

চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও গঠন হয়নি প্যানেল চেয়ারম্যান

২০
X