স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে মিয়াঁদাদ-ইনজামামের ক্ষোভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে কি না, তা নিয়ে ভারতের অনমনীয় অবস্থান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা মহসিন নকভি জানিয়েছেন, আইসিসি চিঠি দিয়ে জানিয়েছে যে ভারত দল পাকিস্তানে আসতে রাজি নয়। এই অবস্থান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হকের মতো ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে।

জাভেদ মিয়াঁদাদ সরাসরি ভারতকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের সঙ্গে না খেলেও টিকে থাকবে এবং উন্নতি করবে। তিনি বলেন, ‘এটি একেবারেই হাস্যকর। যদি ভারত খেলতে না আসে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ছাড়া চলুক। আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকবে এবং আরও উন্নতি করবে।’

মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল চায়, যেখানে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে আইসিসি এখনও এই প্রস্তাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান আয়োজক হলেও ভারতীয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল।

ভারত ১৬ বছর ধরে পাকিস্তানে কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যায়নি, এমনকি সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ভারত তা থেকে বিরত থেকেছে। ইনজামাম-উল-হক মনে করেন, ভারতের এই অবিচল অবস্থান পাকিস্তানের ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘পাকিস্তানে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। বরং তাদের জন্য সেরা আতিথেয়তার ব্যবস্থা করা হবে।’

আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতের অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যখন সব দল পাকিস্তানে এসে খেলছে, তখন ভারতের এ সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। এটা ক্রীড়া ক্ষেত্রে কখনোই মেনে নেয়া যায় না।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ২০০৯ সালের পর এটি পাকিস্তানে প্রথম বড় কোনো আইসিসি ইভেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাশিয়ার বিরুদ্ধে জিততে নতুন পরিকল্পনা ইউক্রেনের

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

‘মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’

এনসিপির ৩৬ দফা ইশতেহারে কী আছে

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

১০

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

১১

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

১২

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

১৩

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

১৪

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

১৫

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১৬

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১৭

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১৮

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৯

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

২০
X