স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে মিয়াঁদাদ-ইনজামামের ক্ষোভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে কি না, তা নিয়ে ভারতের অনমনীয় অবস্থান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা মহসিন নকভি জানিয়েছেন, আইসিসি চিঠি দিয়ে জানিয়েছে যে ভারত দল পাকিস্তানে আসতে রাজি নয়। এই অবস্থান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হকের মতো ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে।

জাভেদ মিয়াঁদাদ সরাসরি ভারতকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের সঙ্গে না খেলেও টিকে থাকবে এবং উন্নতি করবে। তিনি বলেন, ‘এটি একেবারেই হাস্যকর। যদি ভারত খেলতে না আসে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ছাড়া চলুক। আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকবে এবং আরও উন্নতি করবে।’

মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল চায়, যেখানে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে আইসিসি এখনও এই প্রস্তাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান আয়োজক হলেও ভারতীয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল।

ভারত ১৬ বছর ধরে পাকিস্তানে কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যায়নি, এমনকি সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ভারত তা থেকে বিরত থেকেছে। ইনজামাম-উল-হক মনে করেন, ভারতের এই অবিচল অবস্থান পাকিস্তানের ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘পাকিস্তানে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। বরং তাদের জন্য সেরা আতিথেয়তার ব্যবস্থা করা হবে।’

আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতের অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যখন সব দল পাকিস্তানে এসে খেলছে, তখন ভারতের এ সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। এটা ক্রীড়া ক্ষেত্রে কখনোই মেনে নেয়া যায় না।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ২০০৯ সালের পর এটি পাকিস্তানে প্রথম বড় কোনো আইসিসি ইভেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটির সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১০

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১২

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৩

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৪

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৫

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৬

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৭

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৮

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৯

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

২০
X