আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটির অনুমোদনের পর এবার কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম। বুধবার (৯ আগস্ট) কমিটির ১১ সদস্যের সঙ্গে প্রথম বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক আ জ ম নাসির।
আঞ্চলিক ক্রিকেট সংস্থার সভায় বিসিবি পরিচালক আকরাম খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আগামী নভেম্বর একটি ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট দিয়ে মাঠের কাজ শুরু করতে চান আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি। বৈঠকের পর এমনটাই নিশ্চিত করেছেন নাসির। চট্টগ্রাম বিভাগ থেকে ক্রিকেটার খুঁজে আনতেই এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা ক্রিকেটার তৈরি করতে চাই, সে লক্ষ্য নিয়েই মূলত... (কাজ শুরু)। আমরা চট্টগ্রাম বিভাগ থেকে ক্রিকেটার তৈরি করতে চাই।’
বিগত কয়েক বছরে তামিম ইকবাল ছাড়া জাতীয় দলে থিতু হতে পারেননি চট্টগ্রামের ক্রিকেটাররা। ইয়াসির আলি, নাঈম হাসানরা জাতীয় দলে আসা-যাওয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতির জন্য দায়ী নিয়মিত স্থানীয় টুর্নামেন্ট না হওয়া। এবার আঞ্চলিক ক্রিকেট সংস্থার মাধ্যমে সেটা লাঘব করতে চান নাসির, ‘আমরা আশা করি এ শূন্যতা আমরা অচিরেই পূরণ করব। এটার জন্যই তো আমরা এটা উপলদ্বি করলাম। এটা পূরণ করার চ্যালেঞ্জ নিয়েই আমরা যাত্রা শুরু করব।’
চট্টগ্রামের ১১ জেলার ৮টি দল নিয়ে দুটি ভেন্যুতে টুর্নামেন্ট শুরু করতে চান তারা। তিন পার্বত্য জেলা নিয়ে একটি দল হবে, তবে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা। জানা গেছে, প্রাথমিকভাবে চট্টগ্রামের আজিজ স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল হতে পারে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। অনূর্ধ্ব-১৭ থেকে অনূর্ধ্ব-২৩ বয়সের ক্রিকেটারদের নিয়ে হবে এ টুর্নামেন্ট। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবেন সেখানে। ক্রিকেটারদের ভ্রমণ-ভাতা ও জার্সির ব্যয় বহল করতে সংস্থা। আর বিসিবির সহযোগিতা নিয়ে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করেছে তারা।
মন্তব্য করুন