ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

তখনো ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিতে মিরপুর একাডেমিতে অপেক্ষা করছিলেন নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিমরা। দল ঘোষণা হতেই দ্রুত সংবাদমাধ্যমের উদ্দেশে সিরিজ নিয়ে ৪ মিনিটের মতো কথা বললেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হতে যাওয়া সিরিজটিতে শুরুটা ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন বাঁ হাতি এই ওপেনার। একই সঙ্গে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের উঠা-নামা নিয়েও কথা বলেছেন তিনি।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই চোটে পড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণেই নেই মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। আর ব্যক্তিগত কারণে ছুটিতে গেছেন মোস্তাফিজুর রহমান। তবে দলে ফিরেছেন বেশ কয়েকজন—লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম। এ ছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। এ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের কাছে প্রত্যাশার প্রশ্নে তামিম বলেন, ‘এর আগেও উনি (মিরাজ) দুবাইতে অধিনায়কত্ব করছে। আরও অনেক সিরিজে করেছে। উনি অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা থাকবে তার সেরাটা দিয়ে সিরিজ জয়ে সহযোগিতা করবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ওয়ানডেতে তাই চ্যালেঞ্জটা আরও বেশিই থাকার কথা। তারপরও ভালো কিছুর প্রত্যাশাই বাঁ হাতি এই ওপেনারের, ‘প্রত্যাশা তো সব সময়ই থাকে ভালো করার। কিন্তু আমি যেটা মনে করি যদি ভালো শুরু পারি সিরিজটা। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো একটা জয় দিয়ে করতে পারি, তাহলে বুঝতে পারব এ সিরিজটা কোথায় যাচ্ছে।’

সিরিজ শুরুর আগে তামিমদের মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় থাকছে। একই সঙ্গে মিরাজটা ইতিমধ্যে সেখানে থাকাতে আরও সহজ হবে বলে মনে করেন এই ওপেনার, ‘সব সিরিজে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে (মিরাজ-লিটনরা) এখন টেস্ট সিরিজ খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে; আমরা অনুশীলন করার পর বুঝতে পারব আসলে কীরকম চ্যালেঞ্জ আসতে পারে এবং আমরা মোকাবিলা করতে পারি। এর আগেও আমরা বিশ্বকাপ খেলেছিলাম ওখানে, তো ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করব আমাদের শুরুটা ভালো করতে।’

সর্বশেষ আফগানিস্তান সিরিজটা ভালো যায়নি তামিমের। ৩, ২২ ও ১৯—এই ছিল তার ব্যাটিং পারফরম্যান্স। এক বছরের পুরো ক্যারিয়ারটাই তার এমন উঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে। অথচ জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত পারফর্মার। নিজেও তাই কিছুটা হতাশ, ‘ব্যক্তিগতভাবে মনে করি আমার আরও দায়িত্বশীলতা বাড়াতে হবে, আমি যেভাবে শুরু করি সেখান থেকে এগিয়ে নিতে পারিনি। এখন থেকে চেষ্টা থাকবে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব।।’

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে পৃথক অভিযানে এক লাখ টাকা অর্থদণ্ড

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

১০

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১১

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১২

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১৩

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৪

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৫

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৬

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৭

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৮

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৯

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২০
X