ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

তখনো ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিতে মিরপুর একাডেমিতে অপেক্ষা করছিলেন নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিমরা। দল ঘোষণা হতেই দ্রুত সংবাদমাধ্যমের উদ্দেশে সিরিজ নিয়ে ৪ মিনিটের মতো কথা বললেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হতে যাওয়া সিরিজটিতে শুরুটা ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন বাঁ হাতি এই ওপেনার। একই সঙ্গে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের উঠা-নামা নিয়েও কথা বলেছেন তিনি।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই চোটে পড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণেই নেই মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। আর ব্যক্তিগত কারণে ছুটিতে গেছেন মোস্তাফিজুর রহমান। তবে দলে ফিরেছেন বেশ কয়েকজন—লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম। এ ছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। এ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের কাছে প্রত্যাশার প্রশ্নে তামিম বলেন, ‘এর আগেও উনি (মিরাজ) দুবাইতে অধিনায়কত্ব করছে। আরও অনেক সিরিজে করেছে। উনি অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা থাকবে তার সেরাটা দিয়ে সিরিজ জয়ে সহযোগিতা করবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ওয়ানডেতে তাই চ্যালেঞ্জটা আরও বেশিই থাকার কথা। তারপরও ভালো কিছুর প্রত্যাশাই বাঁ হাতি এই ওপেনারের, ‘প্রত্যাশা তো সব সময়ই থাকে ভালো করার। কিন্তু আমি যেটা মনে করি যদি ভালো শুরু পারি সিরিজটা। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো একটা জয় দিয়ে করতে পারি, তাহলে বুঝতে পারব এ সিরিজটা কোথায় যাচ্ছে।’

সিরিজ শুরুর আগে তামিমদের মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় থাকছে। একই সঙ্গে মিরাজটা ইতিমধ্যে সেখানে থাকাতে আরও সহজ হবে বলে মনে করেন এই ওপেনার, ‘সব সিরিজে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে (মিরাজ-লিটনরা) এখন টেস্ট সিরিজ খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে; আমরা অনুশীলন করার পর বুঝতে পারব আসলে কীরকম চ্যালেঞ্জ আসতে পারে এবং আমরা মোকাবিলা করতে পারি। এর আগেও আমরা বিশ্বকাপ খেলেছিলাম ওখানে, তো ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করব আমাদের শুরুটা ভালো করতে।’

সর্বশেষ আফগানিস্তান সিরিজটা ভালো যায়নি তামিমের। ৩, ২২ ও ১৯—এই ছিল তার ব্যাটিং পারফরম্যান্স। এক বছরের পুরো ক্যারিয়ারটাই তার এমন উঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে। অথচ জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত পারফর্মার। নিজেও তাই কিছুটা হতাশ, ‘ব্যক্তিগতভাবে মনে করি আমার আরও দায়িত্বশীলতা বাড়াতে হবে, আমি যেভাবে শুরু করি সেখান থেকে এগিয়ে নিতে পারিনি। এখন থেকে চেষ্টা থাকবে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব।।’

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X