স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানের আইসিসি ইভেন্ট হচ্ছে হাইব্রিড মডেলেই!

বিসিসিআই ও পিসিবির শীতল লড়াই কি অবশেষে শেষ হচ্ছে? ছবি : সংগৃহীত
বিসিসিআই ও পিসিবির শীতল লড়াই কি অবশেষে শেষ হচ্ছে? ছবি : সংগৃহীত

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অচলাবস্থার অবশেষে সমাধান হচ্ছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর দাবি সমাধানে হাইব্রিড মডেল গ্রহণের প্রস্তাব উঠেছে। আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই মডেল নিয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মডেলের আওতায় ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত আয়োজিত আইসিসি টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ থাকছে বলে দাবি ইএসপিএনক্রিকইনফো।

তবে, এই প্রস্তাব সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি পিসিবি। তারা জানিয়েছে, আলোচনা চলছে। জানা গেছে, পিসিবি হাইব্রিড মডেল মেনে নিতে কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, এই মডেল ২০২৭ সাল পর্যন্ত, এমনকি সম্ভব হলে পুরো ২০৩১ বাণিজ্যিক চক্র পর্যন্ত, প্রযোজ্য হতে হবে।

আইসিসির চলমান বাণিজ্যিক চক্র (২০২৪-২৭) অনুযায়ী, ভারত ও পাকিস্তানে তিনটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হবে। এগুলো হলো: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তানে), ২০২৪ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (ভারতে) এবং ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায়)।

পিসিবি আরও শর্ত দিয়েছে যে, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কারণে বাণিজ্যিক ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। যদি ভারত সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে, তবে সেই ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়, অনুষ্ঠিত হতে পারে।

পিসিবি ক্ষতি পূরণের জন্য ভারত, পাকিস্তান এবং অন্য কোনো দলের মধ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। ৭ ডিসেম্বর আইসিসি বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পিসিবি ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে বিসিসিআই জানিয়েছে, ভারত সরকার অনুমতি না দেওয়ায় তারা পাকিস্তানে যেতে পারবে না। এ কারণে এখনো টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি।

এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তবে এটি ভারত-পাকিস্তানের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্ব নিরসনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন প্রয়োজন?

গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : ডা. শফিকুর রহমান

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

ভারত থেকে এলো ৫ হাজার ৭৫০ টন চাল

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ

‘আট লাখ টন চাল আমদানি করবে সরকার’

এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে রিট

বাড়ি ফিরলেন সাইফ

১০

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

১১

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ল

১২

পিলখানা হত্যাকাণ্ড / ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই

১৩

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

১৪

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পাননি

১৫

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে : ডিএমপি কমিশনার

১৬

শিশুকে পুকুরে ফেলে দেওয়া কুমিল্লার সেই শিক্ষক কারাগারে

১৭

প্রসারিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক, বাণিজ্য বাড়ার আশা চারগুণ

১৮

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আইন বিভাগ

১৯

সপ্তাহব্যাপী মধুমেলা / সাগরদাঁড়িকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে

২০
X