শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ জ্যোতিদের

হতাশার ব্যাটিংয়ে সুযোগ হাতছাড়া বাংলাদেশের। ছবি : সংগৃহীত
হতাশার ব্যাটিংয়ে সুযোগ হাতছাড়া বাংলাদেশের। ছবি : সংগৃহীত

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে কেবল সিরিজই হাতছাড়া হয়নি, হারাতে হয়েছে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও। মাত্র ১১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ক্যারিবিয়ানরা ২২.৩ ওভার হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করেছে।

নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত দল। কিন্তু পরাজয়ের কারণে এখন নিগার সুলতানাদের বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের কঠিন বাঁধা পেরোতে হবে। সেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে লড়তে হবে নাহিদা-স্বর্ণাদের।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। সমান পয়েন্ট থাকলেও নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে থাকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং স্বাগতিক ভারতসহ শীর্ষ পাঁচ দল ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে। যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারত, তাহলে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হতো।

শুক্রবার (২৪ জানুয়ারি) জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা, তবে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুন আউট হন মাত্র ৬ রানের মাথায়। এরপর ফারজানা হক ও শারমিন আক্তারের ৬২ রানের জুটি কিছুটা আশার সঞ্চার করলেও তা ধরে রাখা সম্ভব হয়নি।

শারমিন সর্বোচ্চ ৩৭ রান করেন, সোবহানা মোস্তারি ২৫ এবং ফারজানা ২২ রান করেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। শেষ দিকে মাত্র ২৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ক্যারিবিয়ানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন কারিশমা রামহারাক, মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।

ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটাররা কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি। ওপেনিং জুটিতেই ৪৫ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ২২ রান করে হেইলি ম্যাথুস নাহিদা আক্তারের বলে ফিরে যান এবং কিয়ানা জোসেফ ৩৯ রান করে আউট হন, তবু শেমাইনে ক্যাম্পবেল (২৫*) এবং দিয়ান্দ্রা ডটিন (৩৩*) মিলে দলকে সহজ জয় এনে দেন।

সিরিজ হারলেও বাংলাদেশের নারীদের জন্য সামনে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্স করে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ থাকবে। পাশাপাশি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে ভালো খেলতে হবে দলকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২; কারিশমা ৪/১২, জাইদা ২/১৫)

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, ক্যাম্পবেল ২৫*; নাহিদা ১/২৫)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X