স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে লজ্জার মুখে টাইগাররা

রোডেশিয়ানদের ওপেনিং জুটি ম্যাচে হারের পথে নিয়ে গেছে বাংলাদেশকে। ছবি : সংগৃহীত
রোডেশিয়ানদের ওপেনিং জুটি ম্যাচে হারের পথে নিয়ে গেছে বাংলাদেশকে। ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি হতাশার অধ্যায় যুক্ত হতে চলেছে। চার দিনেই ভেঙে পড়েছে স্বাগতিকদের প্রতিরোধ, চা-বিরতির আগেই জিম্বাবুয়ে এগিয়ে গেছে জয়ের একেবারে দোরগোড়ায়। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৭/২—জয়ের জন্য বাকি মাত্র ৫৭ রান, হাতে ৮ উইকেট।

এই পরিস্থিতি বাংলাদেশের জন্য শুধু হতাশার নয়, ঘরের মাঠে প্রতিপক্ষের এমন দাপট সামনে চরম লজ্জারও। টেস্ট ম্যাচ শুরুর আগেই অনেক আশা ছিল, প্রতিপক্ষ ছিল র‌্যাংকিংয়ে নিচে থাকা জিম্বাবুয়ে। কিন্তু সেই জিম্বাবুয়েই এখন স্বাগতিকদের আত্মসমর্পণের মুখে ঠেলে দিয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ১৯১ রানেই গুটিয়ে যান। এরপর বোলারদের নিষ্প্রভতায় জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান—সেই লিডটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়লেও ২৫৫ রানে থেমে যান, জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের।

ছোট লক্ষ্য হলেও বাংলাদেশের বোলারদের কিছুটা লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু নতুন বলে নাহিদ রানা, মিরাজ কিংবা তাইজুল—কেউই রানে রাশ টানতে পারেননি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে জিম্বাবুয়ের ব্যাটাররা। দুই ওপেনা রবেন ক্যারান ও ব্রায়ান বেনেট মিলে ৯৫ রানের ঝড়ো জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন।

ক্যারান মেহেদীর বলে আউট হলেও, বেনেট ৫২ রানে অপরাজিত থেকে উইকেটে থিতু। তার সঙ্গে আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস, যিনি শুধু ম্যাচ শেষ করতেই নামেননি, মনে হচ্ছে বার্তা দিতেও এসেছেন—ঘরের মাঠে বাংলাদেশকেও যদি এইভাবে চাপে ফেলা যায়, তাহলে ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের গুরুত্ব কতটা বাড়তে পারে।

বাংলাদেশের ক্রিকেটে এটা নিছক এক টেস্ট হার নয়—এটা আত্মবিশ্বাসের চরম ভাঙন, পরিকল্পনায় ব্যর্থতা, নেতৃত্বে দুর্বলতা এবং সবচেয়ে বড় কথা, ঘরের মাঠে প্রতিপক্ষকে সম্মান জানানোর দুঃসহ বাস্তবতা।

টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর সময় হয়তো সামনে আসবে, কিন্তু এই হার—যদি শেষ অবধি নিশ্চিত হয়—তা অনেক প্রশ্নের জন্ম দেবে: ঘরের মাঠে টেস্টে কেমন দল নির্বাচন হলো? বোলারদের কীভাবে এত নিষ্প্রভ করে ফেলল এই পিচ? ব্যাটারদের টেকনিক ও মানসিক দৃঢ়তা কই?

বাংলাদেশের সামনে এখন চূড়ান্ত বিপর্যয়ের অপেক্ষা। একটি দিন বাকি থাকলেও এই ম্যাচের রূপরেখা অনেকটা লেখা হয়ে গেছে। লড়াই নয়, বরং লজ্জা থেকে কিছুটা সম্মান বাঁচানোর শেষ চেষ্টা এখন টাইগারদের কাছে একমাত্র আশ্রয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১০

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১১

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৩

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৪

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

১৫

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

১৬

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

১৭

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

১৯

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

২০
X