স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শচীনের বাড়ির সামনে বিক্ষোভ, ‘ভারতরত্ন’ কেড়ে নেওয়ার দাবি

শচীন টেন্ডুলকারের বাড়ির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন। ছবি : সংগৃহীত
শচীন টেন্ডুলকারের বাড়ির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন। ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার একজন ভদ্র ক্রিকেটার হিসেবেই পরিচিত। ক্রিকেটের বাইশ গজে একের পর এক রেকর্ডের কৃর্তি গড়েছেন এই মাস্টার ব্লাস্টার। দীর্ঘ সময় ধরে পৃথিবীব্যাপী সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন শচীন। তবে অনলাইন বেটিং (জুয়া) অ্যাপের অ্যাম্বাসেডর এবং বিজ্ঞাপনে অংশ নেওয়ায় তার মুম্বাইয়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে ওমপ্রকাশ বারারাও নামের বিধায়ক ও তার সমর্থকরা। এ সময় তারা শচীনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার হুমকিও দেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভারতের মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের বাড়ি ঘেড়াও করে বিক্ষোভ করেছেন মহারাষ্ট্রের অচলপুর থেকে নির্বাচিত বিধানসভার সদস্য ওমপ্রকাশ বারারাও ওরফে বাচ্চু কাডু ও তার সমর্থকরা। শচীনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুমকি দেন।

২০২০ সালে পেটিএম ফার্স্ট গেমস নামের একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপের অ্যাম্বাসেডর হন শচীন। এমনকি অ্যাপসটির বিজ্ঞাপন এবং প্রচারনায় অংশগ্রহণও করেন এই লিটল মাস্টার। তবে বাচ্চু কাডুর সমর্থকদের দাবি, এই অ্যাপটি জুয়া খেলার ওয়েবসাইট। এখানে টাকা জমা দিয়ে খেলতে হয়। ফ্যান্টাসি গেমিংয়ের আড়ালে আসলে জুয়া খেলা হচ্ছে।

তারা আরও দাবি করেন, শচীন জুয়ার অ্যাপের প্রচার চালিয়ে তরুণ সমাজকে ভুল বার্তা দিচ্ছেন। ক্রিকেট ঈশ্বরকে পেটিএম ফার্স্ট গেমসের সঙ্গে চুক্তি বাতিল করার আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

গতকাল ভারতের স্বতন্ত্র বিধায়ক বাচ্চু কাডু শচীনকে একটি নোটিশ পাঠান। যেখানে তিনি ‘ভারতরত্ন’ পদক পাওয়া একমাত্র ক্রিকেটারকে নিয়মে চলতে বলেন। কিন্তু বাচ্চু কাডু কোনো উত্তর না পাওয়ায় আজ তার সমর্থকদের সঙ্গে ব্যানার-ফেস্টুন নিয়ে টেন্ডুলকারের বাড়ির সামনে জড়ো হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বান্দ্রা পুলিশ মহারাষ্ট্র সরকারের সাবেক এই মন্ত্রী ও ১২ জন সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়।

আটক হওয়ার আগে বাচ্চু কাডু স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘আমরা তাকে (শচীনকে) একটি চিঠি পাঠিয়েছিলাম। তিনি কোনো উত্তর দেননি। যদি ৩০০ কোটি আয়ের জন্য জুয়া অ্যাপের প্রচারে অংশ নেন, তাহলে অবিলম্বে ভারতরত্ন ফেরত দেওয়া উচিত শচীনের।’

শচীন টেন্ডুলকার ছাড়াও সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, হরভজন সিং, বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারাও অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি ভারত ক্রিকেট দলের বর্তমান স্পন্সর ড্রিম ইলেভেন নামের অনলাইন গেমিং অ্যাপ। আইপিএলের টাইটেল স্পনসরও ছিল ড্রিম ইলেভেন।

গত সপ্তাহে শচীন ছাড়াও জনপ্রিয় ভারতীয় অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ির সামনেও একই কারণে বিক্ষোভ করেছিল বিক্ষোভকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X