স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও

শোক জানিয়েছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
শোক জানিয়েছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা।

সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক প্রত্যেকের পরিবারে।’

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’

একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’

এছাড়া তাসকিন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, ‘মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন আল্লাহর রহমতে শান্তি ও সুস্থতা ফিরে পান।’

অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া। আল্লাহ যেন শিশুদের রক্ষা করেন।’

পেসার শরিফুল ইসলাম অনুভব করেছেন জাতীয় স্তরের শোক, তিনি লিখেছেন, ‘একটি স্কুল, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়, আর সেখানে এমন ভয়াবহতা—এটা কেবল একজনের কষ্ট নয়, পুরো জাতির।’

আরও যারা শোকবার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আকবর আলী, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও রুবেল হোসেন। প্রত্যেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।

এছাড়া কেউ কেউ সাহায্য ও সচেতনতার বার্তাও দিয়েছেন। যেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘দয়া করে অযথা হাসপাতাল বা রাস্তায় গিয়ে চিকিৎসা বা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাবেন না।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল শিক্ষাঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছে। ক্রিকেটারদের হৃদয়স্পর্শী শোকবার্তাগুলো যেন পুরো জাতির ব্যথাকে ভাষা দিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১০

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১১

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১২

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১৩

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১৪

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৫

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৬

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৭

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৮

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৯

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

২০
X