রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও

শোক জানিয়েছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
শোক জানিয়েছেন ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা।

সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক প্রত্যেকের পরিবারে।’

জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’

একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’

এছাড়া তাসকিন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, ‘মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন আল্লাহর রহমতে শান্তি ও সুস্থতা ফিরে পান।’

অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া। আল্লাহ যেন শিশুদের রক্ষা করেন।’

পেসার শরিফুল ইসলাম অনুভব করেছেন জাতীয় স্তরের শোক, তিনি লিখেছেন, ‘একটি স্কুল, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়, আর সেখানে এমন ভয়াবহতা—এটা কেবল একজনের কষ্ট নয়, পুরো জাতির।’

আরও যারা শোকবার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আকবর আলী, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও রুবেল হোসেন। প্রত্যেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন।

এছাড়া কেউ কেউ সাহায্য ও সচেতনতার বার্তাও দিয়েছেন। যেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘দয়া করে অযথা হাসপাতাল বা রাস্তায় গিয়ে চিকিৎসা বা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাবেন না।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল শিক্ষাঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছে। ক্রিকেটারদের হৃদয়স্পর্শী শোকবার্তাগুলো যেন পুরো জাতির ব্যথাকে ভাষা দিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X