আইপিএল থেকে অবসরের পরও বিশ্বের বিভিন্ন লিগে খেলার স্বপ্ন দেখছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক বড় ধাপ এগোতে যাচ্ছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসেছেন অশ্বিন, যাতে আগামী ২০২৫-২৬ মৌসুমে বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নিজেই অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছেন আইপিএল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই। অশ্বিনও আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিজের দক্ষতা পরীক্ষা করতে আগ্রহী। এখন শুধু আলোচনার সূচি নির্ধারণ বাকি আছে—কত ম্যাচে অংশ নেবেন এবং কোন ক্লাবের হয়ে খেলবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, মেলবোর্নে খেলতে যেতে পারেন তিনি। যদি এটি হয় তাহলে প্রথমবারের মতো কোনো হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি-টোয়েন্টি আসরে খেলার সুযোগ।
গ্রিনবার্গ জানিয়েছেন, ‘অশ্বিনের মতো বিশ্বমানের ক্রিকেটারকে বিগ ব্যাশে আনা আমাদের লিগ এবং ক্রিকেট সংস্কৃতির জন্য বড় সুবিধা। তার অভিজ্ঞতা এবং দক্ষতা দর্শক ও খেলোয়াড়দের উভয়ের জন্যই এক নতুন মাত্রা যোগ করবে।’
অশ্বিনের এই সম্ভাব্য যোগদান শুধু মাঠেই নয়, বাণিজ্যিক দিক থেকেও বিগ ব্যাশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এতদিন লিগটি বড় বিদেশি তারকাদের টানে পিছিয়ে ছিল। অশ্বিনের আগমন দক্ষিণ এশীয় দর্শক এবং বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে, যা লিগের প্রোফাইল এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা উভয়কেই বাড়াবে।
এছাড়া, অশ্বিন সম্প্রতি কোচিং ক্যারিয়ারের প্রতি আগ্রহও দেখিয়েছেন। তিনি পডকাস্ট ও কনটেন্ট ক্রিয়েশনে সক্রিয়, যা বিগ ব্যাশে খেলার সঙ্গে নতুন ধরনের মিডিয়া সম্ভাবনা উন্মোচন করতে পারে। ডিনেশ কার্তিক যদিও এর আগে এসএ২০ লিগে খেলেছেন, কিন্তু অশ্বিনের মতো আন্তর্জাতিক মানের তারকার বিগ ব্যাশে অভিষেক হবে এক যুগান্তকারী মুহূর্ত।
অ্যাশউইনের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্য ভারতীয় তারকাদের জন্যও নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব বা জাসপ্রীত বুমরাহদের মতো ক্রিকেটাররা হয়তো আইপিএল শেষ হওয়ার পর বৈশ্বিক লিগে অংশ নেওয়ার পথ ভাবতে পারেন।
এক দশক ধরে আইপিএল ভারতীয় তারকাদের একচেটিয়া মঞ্চ ছিল। অশ্বিনের এই সম্ভাব্য যাত্রা আন্তর্জাতিক টি-টোয়েন্টি মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ভারতীয় ক্রিকেটারদের জন্য।
মন্তব্য করুন