অনির্দিষ্টকালের জন্য জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।’
গত ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয়। সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে মাত্র ৫ ওভার করে অনুষ্ঠিত হয়। একইদিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হলেও তাতে লাভ হয়নি।
মন্তব্য করুন