

টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও দাপট চলছে বাংলাদেশের। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রথম সেশনে খেলা হয়েছে ৩০ ওভার। রান উঠেছে ৯৫। এই সেশনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ১০৩ রানে অপরাজিত আছেন লিটন, মিরাজ ৩০ রানে।
প্রথম সেশনে ১০৬ রানে মুশফিক আউট হয়েছেন। তাকে ফিরিয়েছেন হামফ্রিস। ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনারের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।
সবার চোখ ছিল মুশফিকের দিকে। তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, মিরপুরে দ্বিতীয়। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এ ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন।
মন্তব্য করুন