ভারত বিশ্বকাপে ১৯৯৬ সালের শিরোপাজয়ী শ্রীলঙ্কার অবস্থা খুব একটা ভালো না। প্রথম ম্যাচে হেরে যাত্রা শুরু হয়েছিল কুশাল মেন্ডিসদের। এরপর টানা আরও ২টি ম্যাচে হারে তারা। এখন ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান তাদের। সেমিফাইনালে যেতে হলে পরের সবগুলো ম্যাচেই জয় দরকার হবে তাদের। এরকম অবস্থায় যেখানে দলের সবার থাকা জরুরি সেখানে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। পুরো বিশ্বকাপের জন্য তারা হারিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার লাহিরু কুমারাকে।
মূলত বাঁ ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। পুনেতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় চোটে পড়েছেন এই পেসার। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে আরেক পেসার দুস্মন্ত চামিরাকে।
বিশ্বকাপে চামিরা শ্রীলঙ্কার তৃতীয় বদলি ক্রিকেটার। এর আগে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কা হারিয়েছিল ইনফর্ম অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ইনজুরির কারণে মাঝপথে ছিটকে যান অধিনায়ক দাসুন শানাকা ও পেসার মাথিশা পাথিরানা। এরপর দলে ঢুকেন চামিকা করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার লাহিরু ছিটকে গেলেন দুই ম্যাচ খেলে।
লাহিরু কুমারা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি। কিন্তু ইংল্যান্ডকে হারানোর ম্যাচে ৩৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
চামিরা শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৪৪টি ওয়ানডে খেলেছেন। ৪৪ ম্যাচে ৩৩.১৬ গড়ে ৫০ উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে বেশ কার্যকর এই পেসার। দেখার বিষয় বিশ্বকাপে শ্রীলঙ্কাকে কতটুকু সহায়তা করতে পারেন তিনি!
মন্তব্য করুন