স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত লড়াই দেখতে দ্বিগুণ খরচ করতে হবে দর্শকদের

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় লড়াই হিসেবেই ধরা হয় ভারত-পাকিস্তানের লড়াইকে। রাজনৈতিক বৈরিতার কারণে প্রতিবেশী দুই দেশ বড় টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয় না। তাই যখনই এ রকম কোনো আসরে দেশ দুটি মুখোমুখি হয় তখনই সেই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনার বাঁধ ভেঙে যায়। বাড়তি চাহিদার কারণে স্বাভাবিকভাবে ওই ম্যাচের টিকিট বাড়তি দামে দর্শকদের কিনতে হয় কিন্তু তাই বলে দ্বিগুণ দামে! এমনটাই হচ্ছে আসন্ন ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট ঘিরে।

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। ওই ম্যাচের টিকিটের দাম এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

পাকিস্তানভিত্তিক উর্দু সংবাদমাধ্যম ‘ডেইলি জং’ দিয়েছে এ রকম তথ্য। তাদের বরাত দিয়ে আবার একই খবর দিয়েছে ‘জিও নিউজ’। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত ম্যাচে দর্শক চাহিদার কারণে হঠাৎ করেই আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের জন্য দর্শকদের প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা খরচ করতে হবে।

হঠাৎ করে টিকিটের এমন উচ্চদামের কারণ হিসেবে অবশ্য ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে বাড়তি উপস্থিতির কথা বলা হয়েছে। এমনিতেই যুক্তরাষ্ট্রে ভারতীয় উপমহাদেশের অনেকেই থাকে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই এই বাড়তি দাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারতের ম্যাচ অবশ্য একপ্রকার একতরফাই বলা যায়। দুই দলের মধ্যকার সাত দেখায় পাকিস্তানের জয় মাত্র একটিতে। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালও রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত শিরোপা উৎসবে মাতে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরেও রোহিত শর্মার দলের কাছে হারে বাবর আজমরা।

উল্লেখ্য, আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবীয় অঞ্চলের ছয় ভেন্যুতে হবে ৫৫টি ম্যাচ। ২৮ দিন ব্যাপী আসরটিতে প্রথমবারের মতো ২০ দল খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ২০২২ সালেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে সেখানে নিজেদের দ্বিতীয় শিরোপা উৎসব করে ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১০

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১১

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

১২

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১৩

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১৪

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১৫

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৬

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৭

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৮

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৯

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

২০
X