স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত লড়াই দেখতে দ্বিগুণ খরচ করতে হবে দর্শকদের

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় লড়াই হিসেবেই ধরা হয় ভারত-পাকিস্তানের লড়াইকে। রাজনৈতিক বৈরিতার কারণে প্রতিবেশী দুই দেশ বড় টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয় না। তাই যখনই এ রকম কোনো আসরে দেশ দুটি মুখোমুখি হয় তখনই সেই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনার বাঁধ ভেঙে যায়। বাড়তি চাহিদার কারণে স্বাভাবিকভাবে ওই ম্যাচের টিকিট বাড়তি দামে দর্শকদের কিনতে হয় কিন্তু তাই বলে দ্বিগুণ দামে! এমনটাই হচ্ছে আসন্ন ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট ঘিরে।

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। ওই ম্যাচের টিকিটের দাম এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

পাকিস্তানভিত্তিক উর্দু সংবাদমাধ্যম ‘ডেইলি জং’ দিয়েছে এ রকম তথ্য। তাদের বরাত দিয়ে আবার একই খবর দিয়েছে ‘জিও নিউজ’। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত ম্যাচে দর্শক চাহিদার কারণে হঠাৎ করেই আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের জন্য দর্শকদের প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা খরচ করতে হবে।

হঠাৎ করে টিকিটের এমন উচ্চদামের কারণ হিসেবে অবশ্য ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে বাড়তি উপস্থিতির কথা বলা হয়েছে। এমনিতেই যুক্তরাষ্ট্রে ভারতীয় উপমহাদেশের অনেকেই থাকে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই এই বাড়তি দাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারতের ম্যাচ অবশ্য একপ্রকার একতরফাই বলা যায়। দুই দলের মধ্যকার সাত দেখায় পাকিস্তানের জয় মাত্র একটিতে। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালও রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত শিরোপা উৎসবে মাতে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরেও রোহিত শর্মার দলের কাছে হারে বাবর আজমরা।

উল্লেখ্য, আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবীয় অঞ্চলের ছয় ভেন্যুতে হবে ৫৫টি ম্যাচ। ২৮ দিন ব্যাপী আসরটিতে প্রথমবারের মতো ২০ দল খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ২০২২ সালেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে সেখানে নিজেদের দ্বিতীয় শিরোপা উৎসব করে ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী

অভিমানের পর আবার নোয়াখালী দলে ফিরলেন সুজন

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

নিখোঁজ সেই ‘কোপা শামছুর’ লাশ উদ্ধার 

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী

‘কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন’, দাবি ‘মুফতি’ কাভির

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

১০

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

১১

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

১২

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

১৩

নবী (সা.)-এর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করব : তারেক রহমান

১৪

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো : আখতার

১৫

এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন

১৬

১২ কেন্দ্রে হবে জবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আসনপ্রতি লড়বে ৮৫ জন

১৭

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

১৮

তারেক রহমানকে নিয়ে বান্নাহর আবেগঘন পোস্ট

১৯

ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায় পরিণত রিহ্যাব ফেয়ার

২০
X