শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত লড়াই দেখতে দ্বিগুণ খরচ করতে হবে দর্শকদের

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দর্শকদের দ্বিগুণ খরচ করতে হবে । ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় লড়াই হিসেবেই ধরা হয় ভারত-পাকিস্তানের লড়াইকে। রাজনৈতিক বৈরিতার কারণে প্রতিবেশী দুই দেশ বড় টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয় না। তাই যখনই এ রকম কোনো আসরে দেশ দুটি মুখোমুখি হয় তখনই সেই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনার বাঁধ ভেঙে যায়। বাড়তি চাহিদার কারণে স্বাভাবিকভাবে ওই ম্যাচের টিকিট বাড়তি দামে দর্শকদের কিনতে হয় কিন্তু তাই বলে দ্বিগুণ দামে! এমনটাই হচ্ছে আসন্ন ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট ঘিরে।

জুনের ২ তারিখ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। ওই ম্যাচের টিকিটের দাম এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

পাকিস্তানভিত্তিক উর্দু সংবাদমাধ্যম ‘ডেইলি জং’ দিয়েছে এ রকম তথ্য। তাদের বরাত দিয়ে আবার একই খবর দিয়েছে ‘জিও নিউজ’। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত ম্যাচে দর্শক চাহিদার কারণে হঠাৎ করেই আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের জন্য দর্শকদের প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা খরচ করতে হবে।

হঠাৎ করে টিকিটের এমন উচ্চদামের কারণ হিসেবে অবশ্য ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে বাড়তি উপস্থিতির কথা বলা হয়েছে। এমনিতেই যুক্তরাষ্ট্রে ভারতীয় উপমহাদেশের অনেকেই থাকে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই এই বাড়তি দাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারতের ম্যাচ অবশ্য একপ্রকার একতরফাই বলা যায়। দুই দলের মধ্যকার সাত দেখায় পাকিস্তানের জয় মাত্র একটিতে। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালও রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত শিরোপা উৎসবে মাতে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরেও রোহিত শর্মার দলের কাছে হারে বাবর আজমরা।

উল্লেখ্য, আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবীয় অঞ্চলের ছয় ভেন্যুতে হবে ৫৫টি ম্যাচ। ২৮ দিন ব্যাপী আসরটিতে প্রথমবারের মতো ২০ দল খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ২০২২ সালেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে সেখানে নিজেদের দ্বিতীয় শিরোপা উৎসব করে ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

এবিসি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন  / সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ

৭ শিক্ষার্থীকে পিটিয়ে হামলার শিকার প্রধান শিক্ষক

ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হলে উচ্ছেদ করবে রাজউক

বিপিএলে চট্টগ্রাম কিংসের দাপুটে জয়

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন সিদ্ধান্তে ইন্দোনেশিয়া

সালানা জলসা বন্ধ করার আহ্বান খতমে নবুওয়তের

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

১০

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১১

‘আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে’

১২

তীব্র তাপদাহ বিবেচনা করে হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি

১৩

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বিজ্ঞপ্তি জারি 

১৪

যৌথবাহিনীর অভিযানে অপহৃত ৭ কৃষক উদ্ধার

১৫

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

১৬

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআইয়ের মৃত্যু

১৭

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মেলা

১৮

যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থিদের চাপে নেতানিয়াহু

১৯

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা, আরিফ-আব্বাস কারাগারে 

২০
X