স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে এখনো যে আক্ষেপ রয়ে গেছে মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। খেলেছেন আইপিএলের মতো বিশ্বখ্যাত ফ্রাঞ্চাইজি লিগেও। আইপিএলে শিরোপার স্বাদ পেলেও জাতীয় দলের হয়ে এখনো সেই স্বাদ পাওয়া হয়নি ফিজের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই জানালেন কাটার মাস্টার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বর্তমানে বাংলাদেশ দল মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশ ছাড়ার আগে বিসিবির রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা বলেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে মোস্তাফিজ জানালেন বিশ্বকাপ নিয়ে তার চাওয়ার কথা।

সাক্ষাৎকারের শুরুতেই মোস্তাফিজ জানালেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানেই থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেসারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেসারটা অনেক এনজয় করি।’

তবে ইনজয় করলেও জানালেন বাংলাদেশ নিয়ে আক্ষেপের কথা। মোস্তাফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকে বড় প্লেয়ার হিসেবে অভিহিত করা হয়। ক্যারিয়ারে অনেক কিছু পেলেও সেই আক্ষেপটা আমার রয়ে গেছে। আসলে ভালো করার কোনো শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।”

আইপিএলে তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারার সুবাদে আসরটিকে শেখার দারুণ মঞ্চ বলে মনে করা হয়। সেখান থেকে নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ, ‘আমাদের যে পেস বোলাররা আছে যেমন : তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন, হাসান; আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সঙ্গে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

এ ছাড়াও যে ডাক নামে সবাই তাকে চিনে সেই ফিজ নামটা কীভাবে এলো সেটিও জানান ভিডিওতে, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১৬-তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে আসলে চলছে।’

মোস্তাফিজ টাইগারদের হয়ে ৯৩টি টি-টোয়েন্টিতে ৭.৫৭ ইকোনমিতে ১১০ উইকেট নিয়েছেন। জুনের ২ তারিখ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো পারফর্মের জন্য ভূমিকা রাখতে হবে মোস্তাফিজকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রেভেইল ফাউন্ডেশনের উদ্যোগ 

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

১১

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১২

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১৩

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১৪

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৫

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৬

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৯

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

২০
X