ফিলিস্তিনের গাজায় নতুন করে ড্রোন হামলা হয়েছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন গাজার এলাকায় যাওয়ার ব্যাপারে বারবার সতর্ক করেছে আইডিএফ। এরই মধ্যে দক্ষিণ গাজায় ড্রোন হামলার খবর আসে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আজ দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় কোনো বিমান হামলা চালানোর বিষয়ে তারা অবগত নয়।
খান ইউনিসের নাসের হাসপাতাল এর আগে জানিয়েছে, আজ সকালে গাজা শহরের দক্ষিণ অংশে কথিত ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলাচেপে হত্যা, গুলি করে হত্যাসহ ট্যাংকচাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে।
হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরায়েল গাজায় প্রায় ৪৫ জনের অজ্ঞাত মরদেহ ফেরত দেয়।
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত। আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে।
একাধিক মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এসবের মধ্যে রয়েছে, গলা টিপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। কিছু মরদেহের হাত-পা বাঁধা ছিল, চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কিছু মরদেহের হাত বা পা ছিল না।
মন্তব্য করুন