বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার দেশ উগান্ডা একেবারেই নতুন। ক্রিকেটের যেকোন ফরম্যাটেই এটি তাদের প্রথম বিশ্বকাপ। জিম্বাবুয়ের মতো দেশকে হটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। আর দলটির লক্ষ্য প্রথম বিশ্বকাপেই তাক লাগানো। সে উপলক্ষ্যে আজ তাদের প্রতিপক্ষ ক্রিকেটের নবাগত শক্তি আফগানিস্তান।
মঙ্গলবার (৪ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হয়েছে ম্যাচটি।
ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে উঠতি শক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে আফগানিস্তান। রশীদ খানের দলের লক্ষ্য প্রথম ম্যাচে নবাগত দলটিকে হারিয়ে এবারের আসরে নিজেদের শুভ সূচনা করা। সেই লক্ষ্যে পূর্ণ শক্তির দল নামিয়েছে তারা।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
উগান্ডা একাদশ
সিমন সেজাই, রজার মুকাসা, রোনাক প্যাটেল, রিয়াজাত আলি শাহ, দিনেশ নাকরানি, আলপেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা, বিলাল হাসান, কসমাস কেয়ুটা, হেনরি সেনুডো।
মন্তব্য করুন