স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ কঠিন হবে, বললেন ব্রাজিলের কোচ

সংবাদ সম্মেলনে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

ডি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করায়, শেষ আটে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে সেলেসাওদের।

প্রত্যাশাপূরণ না হলেও বর্তমান পরিস্থিতি মেনে নিয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, যার অনেকগুলো ধাপ রয়েছে। এর কোনো ধাপ বাদ দিয়ে আপনি পরের ধাপে যেতে পারবেন না।’

দুই ড্র আর এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মূল্যায়নে তিনি বলেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোস্টারিকার মতো ম্যাচ সামনে আসবে, প্যারাগুয়ের মতো আনন্দের মুহূর্ত আসবে, আবার কলম্বিয়ার মতো মোটামুটি সময়ও পার করতে হবে। আমি আশা করবো দল মৌলিক বিষয়গুলোতে আরও শক্তিশালী হয়ে উঠবে। ম্যাচের ফলই আমাদের ভুল, সাফল্য এবং খুঁতগুলো ধরিয়ে দেবে।’

এ সময় দল নিয়ে তিনি আরও বলেন, ‘যে কোনো দলের জন্যই এটি খুব স্বাভাবিক বিষয়। আমরা চমৎকার প্রস্তুতি নিয়েছি। তবে একটি দল হিসেবে সব খুব খুঁটিনাটি বিষয় আওতায় আনার জন্য তা যথেষ্ট না। তাই যে কোনো সময় ভোগার সুযোগটুকুও রয়ে গেছে।’

ভিএআরে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউলের আবেদন নাকচ করেন রেফারি জেসুস ভালেনজুয়েলা। এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি) এবং ভিএআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। আমাদের বাস্তববাদী হতে হবে। ঘটনাটা ঘটেছে, কেউ বানায়নি। স্কোরের পার্থক্য বাড়লে ম্যাচের গতিও অন্য রকম হতো।’

দারুণ ছন্দে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড দেখা সে ম্যাচে পাওয়া যাবে না আক্রমণভাগের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রেকর্ড ছুঁয়ে কমল স্বর্ণের দাম

ঘুমের সমস্যায় সবচেয়ে কার্যকর ব্যায়াম কোনটি? যা বলছেন বিজ্ঞানীরা

দরজা খুলতেই সন্তানের সামনে মাকে হত্যা

‘জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা’

পরিবেশের ভারসাম্য রক্ষায় শরীয়তপুরে রোপণ করা হবে তিন লাখ গাছ

শান্তি চুক্তির আগে-পরে ইউক্রেনকে সহযোগিতায় প্রস্তুত যুক্তরাজ্য ও মিত্র দেশ 

ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে কাজের সুযোগ, পদ ৬৩

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনা-কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে

১০

আইসিইউতে কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা, যা জানা গেল

১১

তারেক রহমানের সহায়তায় নতুন জীবন পেল রাতুল

১২

তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর লাশ, চিরকুটে লেখা ছিল হত্যার কারণ

১৩

সংসার ভাঙল মোনালি ঠাকুরের

১৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৪ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

১৫

ঝাউবাগানে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

১৬

কালো জাদু হলে বুঝবেন কীভাবে? যে ৫টি আলামত বললেন বিশেষজ্ঞ আলেম

১৭

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

১৮

‘ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি’

১৯

বিপজ্জনক মধ্যপ্রাচ্য, যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু 

২০
X