

দেশের জার্সিতে কি ক্রিশ্চিয়ানো রোনালদো কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন? ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর থেকে এমন প্রশ্ন ফুটবলপ্রেমীদের একাংশের।
এই জল্পনা-কল্পনা মাঝে নিজের ভবিষ্যৎ নিয়ে ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন সিআরসেভেন। জানিয়েছেন নিজের পরিকল্পনা। আর তা হচ্ছে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন না রোনালদো। ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছেন তিনি।
২০১৬ সালে দেশকে ইউরো কাপের শিরোপা জেতালেও, দিতে পারেননি বিশ্বকাপের ট্রফি। তাই আগামী বিশ্বকাপ খেলতে বদ্ধপরিকর তিনি। যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি পর্তুগালের কিংবদন্তি।
দলীয় সূত্রের খবর, ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ঘনিষ্ঠ মহলে ২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। দেশকে বিশ্বকাপ জেতানোর শেষ চেষ্টা করতে চান ৩৯ বছর বয়সী এ ফুটবলার। পাশাপাশি, টানা ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান তিনি।
ইউরো থেকে বিদায়ের পর সি আর সেভেন বলেছেন, 'ফুটবল আমাদের প্রাথমিক ভাবে দুঃখ এবং শেষে আনন্দ দেয়। কিছু মুহূর্ত বর্ণনা করা যায় না। জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। আমার পেনাল্টি ফস্কানো নিয়ে কথা হচ্ছে। শটটা ভাল মেরেছিলাম না খারাপ, বলতে পারব না।'
এ সময় তিনি আরও বলেন, 'মৌসুমে আগের সব পেনাল্টিতেই গোল পেয়েছি। অথচ এই গোলটাই সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। তা-ও বলব আমরা ভালই লড়াই করেছি। ম্যাচটা দেখলে সবাই বুঝতে পারবেন, পর্তুগালেরই জেতা উচিত ছিল।'
ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকে হেরে বিদায় নেয় পর্তুগাল।
মন্তব্য করুন