স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:২৮ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এভাবে কেন কাঁদছিলেন মেসি?

মাঠ থেকে বের হয়ে মেসির কান্না। ছবি : সংগৃহীত
মাঠ থেকে বের হয়ে মেসির কান্না। ছবি : সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল মাঠে থেকে শেষ করতে পারেননি লিওনেল মেসি। প্রতিপক্ষের ফুটবলারের ট্রাকেলে ডান পা মচকে যায় তার। ফলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।

তার এই কান্নার ভিডিও এবং ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর উঠেছে প্রশ্ন এভাবে কি কখনো কেঁদেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার কাঁদলেও তা সর্বশেষ কবে কেঁদেছিলেন।

একই সঙ্গে গুঞ্জন উঠেছে হয় তো জাতীয় দলের জার্সিতে এটি মেসির শেষ আন্তর্জাতিক ফাইনাল। সে কথা ভেবেই হয়তো এভাবে শিশুর মতো কান্না করেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার কারণে ৮২ মিনিট পর শুরু হয় ৪৮তম আসরের কোপা আমেরিকা ফাইনাল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। ম্যাচের ৩৫ মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের ধাক্কায় মাটিতে পড়ে দিয়ে ডান গোড়ালিতে আঘাত পান মেসি।

আর্জেন্টাইন জাতীয় দলের চিকিৎসকরা প্রায় দুই মিনিট ধরে চিকিৎসা করেন তার। তবে পুনরায় মাঠে ফিরলেও দৌড়াতে বেশ কষ্ট হয়ছিল আর্জেন্টাইন অধিনায়কের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে আঘাতপ্রাপ্ত গোড়ালি ধরে আবারও মাটিতে পড়ে যান তিনি।

ডান পায়ে বুট খুলে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে মাঠের বাইরে চলে যান তিনি। ডান পায়ের বুট হাতে নিয়ে চলে যান মাঠের বাইরে। তখন প্রায় ম্যাচের বাকি ২৬ মিনিট। বেঞ্চে কান্নায় ভেঙে পড়েন মেসি।

সতীর্থদের সান্ত্বনাও কাজে আসেনি। ইনজুরির হতাশা হয়ে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় তাকে। হয় তো আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ফাইনাল খেলে ফেলেছেন তিনি। জাতীয় দলের আর ফাইনালে খেলা হবে না ভেবে আরও বেশি করে কাঁদতে থাকেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়কের পরিবর্তে মাঠে নামনে নিকোলাস গঞ্জালেজ। ডাগ আউটে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। দ্রুত সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। সেই ম্যাচে শেষ দিকে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ গোলে জিতে ছিল লিওনেল স্কালোনির দল।

তবে, পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাকে। সে ম্যাচে ২-০ গোলে জেতে আলবিসেলেস্তারা। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরলেও ছিলেন ছন্দহীন।

তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষে ফেরেন নিজের সেরা ছন্দে। পেয়েছিলেন গোলও। তবে ফাইনালে আবারও পড়লেন ইনজুরিতে। মেসির ডান পায়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইনজুরিটা বেশ বড় ধরনের। কাজে তিনি আবার কবে মাঠে ফিরবেন, তার নিশ্চয়তা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের নিচে নামল ভারত

১৭ বছর পর প্রবীরের অশ্রুভেজা প্রত্যাবর্তন

কালবেলায় সংবাদ প্রকাশের পর রেলওয়ের চার কর্মকর্তাকে বদলি

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

১০

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

১১

জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১২

আগামী শনিবার পূর্ণাঙ্গ ‘মক ভোটিং’ : ইসি সচিব

১৩

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

১৪

ব্যক্তিত্বের সুরক্ষায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

১৫

শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

১৬

পে স্কেল নিয়ে নতুন তথ্য

১৭

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ফুল পাঠালেন চীনা রাষ্ট্রদূত

১৮

কমনওয়েলথ স্কলারশিপে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটি

১৯

হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

২০
X