স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে সিটির শুভ সূচনা

ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

নতুন কোচের অধীনে শুভ সূচনার আশায় ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত দল চেলসি। তবে নতুন কোচ এনজো মারসেকার অধীনে শুরুটা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে ০-২ গোলের পরাজয় দিয়ে। ব্লুজরা যথেষ্ট চেষ্টা করেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তাদের মৌসুমের প্রথম ম্যাচে।

রোববার (১৮ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে রদ্রির মতো মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে এবং কয়েকজন তারকাকে বেঞ্চে রেখে শুরু করলেও ম্যানচেস্টার সিটি ওয়েস্ট লন্ডনে তিন পয়েন্ট নিতে কোনো সমস্যায় পড়েনি। নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই এ জয় পেপ গার্দিওলার দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

খেলার শুরুতে চেলসি অবশ্য প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু ১৮ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটি প্রথম গোলটি আদায় করে নেয়। জেরেমি ডোকুর পাস থেকে বার্নাদো সিলভা বলটি আর্লিং হালান্ডের কাছে পাঠায়। আর হলান্ড বলটি তার নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠাতে ভুল করেননি।

সিটির মধ্যমাঠের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনা চেলসির মিডফিল্ডের জন্য ক্রমাগত ভয়ানক হতে থাকেন। তার করা শট অল্পের জন্য বাইরে চলে যায়।

প্রধমার্ধের শেষ সময়ে ম্যানচেস্টার সিটি আরও চাপ তৈরি করে, তবে দ্বিতীয় গোলের দেখা আর পাচ্ছিল না। উল্টো বিরতির ঠিক আগে, চেলসি মনে করেছিল যে তারা সমতা ফিরিয়েছে। তবে নিকোলাস জ্যাকসনের গোল অফসাইডে বাতিল হয়।

চেলসি দ্বিতীয়ার্ধে সমতা আনার চেষ্টা চালায় তবে ভাগ্য তাদের সহায় ছিল না। অবশেষে, ৮৪ মিনিটে সিটি তাদের দ্বিতীয় গোলটি করে।

প্রাক্তন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ ২৫ গজ দূর থেকে একটি শক্তিশালী শট নেন। সানচেজ বলটিকে বাঁচাতে সক্ষম হলেও বলটি পোস্টে লেগে জালে প্রবেশ করে এবং সিটির জয় নিশ্চিত হয়।

পরাজয়ের পরও চেলসি মারেসকার নেতৃত্বে যে ধরনের ফুটবল খেলতে চায় তার আভাস এ ম্যাচে দিয়েছে, যেখানে আক্রমণাত্মক ফুটবল এবং দৃঢ়তা থাকবে প্রধান হিসেবে। তবে ব্লুজদের দ্রুতই নিজেদের গুছিয়ে নিতে হবে আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে হলে।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে তাদের আধিপত্য বজায় রেখেছে, এই জয়ের মাধ্যমে মৌসুমের শুরুতে অন্য দলগুলোকে একটি শক্তিশালী বার্তাও পাঠাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১০

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১১

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১২

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৩

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৪

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৭

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৮

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৯

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

২০
X