স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মেসিদের নতুন কোচের নাম ঘোষণা

মেসির সতীর্থই হচ্ছেন মেসিদের কোচ। ছবি : সংগৃহীত
মেসির সতীর্থই হচ্ছেন মেসিদের কোচ। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি ঘোষণা করেছে যে, বার্সেলোনা, লিভারপুল এবং আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো হেরনদের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ২০২৭ এমএলএস মৌসুম পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। এটি ক্লাব ফুটবলে তার প্রথম কোচিং ভূমিকা।

মাশ্চেরানো ইন্টার মায়ামির প্রাক্তন কোচ জেরার্ডো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন। ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে মার্টিনো সম্প্রতি এক বছর ছয় মাস দায়িত্বে থাকার পর ইন্টার মায়ামি থেকে বিদায় নেন।

মাশ্চেরানো দায়িত্ব গ্রহণ করবেন তার আমেরিকার ভিসা হাতে পাওয়ার পরপরই।

কোচ হিসাবে তার নিয়োগ নিয়ে মাশ্চেরানো বলেন, ‘এমন একটি ক্লাবের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের এবং একটি বিশেষ সুযোগ। ইন্টার মায়ামির উচ্চাকাঙ্ক্ষা এবং এর শক্তিশালী কাঠামো আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সমর্থকদের আরও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

মাশ্চেরানো আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দল ২০২১ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোতে এবং ২০২৪ সালের অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, যেখানে ফ্রান্সের বিপক্ষে তারা ১-০ গোলে হেরে যায়।

যদিও ক্লাব ফুটবলে তার কোচিং অভিজ্ঞতা সীমিত, ইন্টার মায়ামির মালিকদের একজন জর্জে মাস বলেছেন, ‘আমরা এমন একজন কোচ খুঁজছিলাম যিনি খেলোয়াড় বা কোচ হিসেবে বিজয়ী মনোভাব দেখিয়েছেন এবং যিনি একটি সীমাহীন সম্ভাবনার রোস্টার পরিচালনা করতে পারবেন।’

মাশ্চেরানোর নিয়োগ প্রক্রিয়ায় ইন্টার মায়ামি লিওনেল মেসির পরামর্শও নিয়েছে। ক্লাবের কো-ওনার মাস জানান, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, কীভাবে দলের সম্ভাবনা আরও বাড়ানো যায় এবং কাকে নিয়ে কাজ করলে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তার মতামত আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে।’

মাশ্চেরানো এবং মেসি বার্সেলোনায় একসঙ্গে আট বছর খেলেছেন। তারা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, পাঁচটি লা লিগা শিরোপা এবং ২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জয় করেছেন।

মাশ্চেরানো শিগগিরই ইন্টার মায়ামির প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করবেন। তার অধীনে দলটি ২০২৫ এমএলএস মৌসুমে আত্মপ্রকাশ করবে।

ইন্টার মায়ামির সমর্থকরা আশাবাদী যে, মাশ্চেরানোর অভিজ্ঞতা এবং নেতৃত্ব ক্লাবটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল

আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে : খেলাফত মজলিস

যাদের হজে নেওয়া যাবে না, জানালেন ধর্ম উপদেষ্টা

সালাহউদ্দিন কাদেরের ফাঁসি, জুডিসিয়াল মার্ডার : হুম্মাম

পদ্মার পানি বিপৎসীমায়, প্লাবিত নিম্নাঞ্চল

পাথর লুট : পরকালে দেওয়া হবে যে ভয়াবহ শাস্তি

দুই সন্তানের বাবাকে শিশু দেখিয়ে জামিনে মুক্তি

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীতে ফানুস ওড়ানোতে ডিএমপির নিষেধাজ্ঞা

১০

বাইডেনের ছেলেকে মামলার হুমকি দিলেন ট্রাম্পের স্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল

১২

মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ

১৩

প্রতারণার অভিযোগে ফের বিপাকে রাজ-শিল্পা

১৪

ক্লাব বিশ্বকাপের বোনাসের অংশ জোতার পরিবারকে দেবে চেলসি

১৫

জবির নওয়াব ফয়জুন্নেছা হলে মেডিকেল কার্যক্রম চালুর আবেদন

১৬

যারা নির্বাচন করবেন, তারা কেন সরকারে : রাশেদ খান

১৭

বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট’

১৮

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের আয় করমুক্ত

১৯

সুপার কাপ ফাইনালে ফিলিস্তিনি শিশুদের পক্ষে উয়েফার ব্যানার

২০
X